কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৭৪ সূরাঃ আল-মুদ্দাসসির | Al-Muddathir | سورة المدثر - আয়াত নং - ৪৪ - মাক্কী
৭৪ : ৪৪ وَ لَمۡ نَكُ نُطۡعِمُ الۡمِسۡكِیۡنَ ﴿ۙ۴۴﴾
‘আর আমরা অভাবগ্রস্তকে খাদ্য দান করতাম না’। আল-বায়ান
আর মিসকীনদেরকে খাবার খাওয়াতাম না, তাইসিরুল
আমরা অভাবগ্রস্তকে আহার্য দান করতামনা। মুজিবুর রহমান
Nor did we used to feed the poor. Sahih International
৪৪. আর আমরা অভাবগ্রস্থকে খাদ্য দান করতাম না(১),
(১) এ থেকে জানা যায় কোন অভাবী মানুষকে সামর্থ থাকা সত্বেও খাবার না দেয়া বা সাহায্য না করা মানুষের দোযখ যাওয়ার কারণসমূহের মধ্যে একটা কারণ। [দেখুন: ফাতহুল কাদীর, কুরতুবী]
তাফসীরে জাকারিয়া(৪৪) আমরা অভাবগ্রস্তদেরকে অন্নদান করতাম না। [1]
[1] নামায হল আল্লাহর অধিকার এবং মিসকীনদেরকে খাবার দেওয়া হল বান্দাদের অধিকার। অর্থ দাঁড়াল, আমরা না আল্লাহর অধিকার আদায় করেছি, আর না বান্দাদের।
তাফসীরে আহসানুল বায়ান