৭৪ সূরাঃ আল-মুদ্দাসসির | Al-Muddathir | سورة المدثر - আয়াত নং - ১৯ - মাক্কী

৭৪ : ১৯ فَقُتِلَ كَیۡفَ قَدَّرَ ﴿ۙ۱۹﴾

অতঃপর সে ধ্বংস হোক! কীভাবে সে সিদ্ধান্ত গ্রহণ করল? আল-বায়ান

ধ্বংস হোক সে, কীভাবে সে (কুরআনের অলৌকিকতা স্বীকার করার পরও কেবল অহমিকার বশবর্তী হয়ে নবুওয়াতকে অস্বীকার করার) সিদ্ধান্ত নিল! তাইসিরুল

অভিশপ্ত হোক সে! কেমন করে সে এ সিদ্ধান্ত গ্রহণ করল! মুজিবুর রহমান

So may he be destroyed [for] how he deliberated. Sahih International

১৯. সুতরাং ধ্বংস হোক সে! কেমন করে সে এ সিদ্ধান্ত গ্ৰহণ করল!

-

তাফসীরে জাকারিয়া

(১৯) ধ্বংস হোক সে! কেমন করে সে এই সিদ্ধান্ত করল!

-

তাফসীরে আহসানুল বায়ান