৫৪ সূরাঃ আল-কামার | Al-Qamar | سورة القمر - আয়াত নং - ৩৩ - মাক্কী

৫৪ : ৩৩ كَذَّبَتۡ قَوۡمُ لُوۡطٍۭ بِالنُّذُرِ ﴿۳۳﴾

লূতের কওম সতর্ককারীদেরকে মিথ্যাবাদী বলেছিল। আল-বায়ান

লূতের জাতি সতর্কবাণী প্রত্যাখ্যান করেছিল, তাইসিরুল

লূত সম্প্রদায় প্রত্যাখ্যান করেছিল সতর্ককারীদেরকে। মুজিবুর রহমান

The people of Lot denied the warning. Sahih International

৩৩. লুত সম্প্রদায় মিথ্যারোপ করেছিল সতর্ককারীদের প্রতি,

-

তাফসীরে জাকারিয়া

(৩৩) লূত সম্প্রদায় মিথ্যা মনে করেছিল সতর্ককারীদেরকে।

-

তাফসীরে আহসানুল বায়ান