কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৫৪ সূরাঃ আল-কামার | Al-Qamar | سورة القمر - আয়াত নং - ১৮ - মাক্কী
৫৪ : ১৮ كَذَّبَتۡ عَادٌ فَكَیۡفَ كَانَ عَذَابِیۡ وَ نُذُرِ ﴿۱۸﴾
‘আদ জাতি অস্বীকার করেছিল, অতএব আমার আযাব ও ভয় প্রদর্শন কিরূপ হয়েছিল? আল-বায়ান
‘আদ জাতি সত্য প্রত্যাখ্যান করেছিল, ফলে কত ভয়ংকর ছিল আমার ‘আযাব ও ভীতি প্রদর্শন। তাইসিরুল
আ‘দ সম্প্রদায় সত্য প্রত্যাখ্যান করেছিল, ফলে কি কঠোর হয়েছিল আমার শাস্তি ও সতর্ক বাণী! মুজিবুর রহমান
'Aad denied; and how [severe] were My punishment and warning. Sahih International
১৮. আদ সম্প্রদায় মিথ্যারোপ করেছিল, ফলে কিরূপ ছিল আমার শাস্তি ও সতর্কবাণী!
-
তাফসীরে জাকারিয়া(১৮) আ’দ সম্প্রদায় মিথ্যাজ্ঞান করেছিল, সুতরাং কেমন ছিল আমার শাস্তি ও সতর্কবাণী!
-
তাফসীরে আহসানুল বায়ান