৫২ সূরাঃ আত-তূর | At-Tur | سورة الطور - আয়াত নং - ১৪ - মাক্কী

৫২ : ১৪ هٰذِهِ النَّارُ الَّتِیۡ كُنۡتُمۡ بِهَا تُكَذِّبُوۡنَ ﴿۱۴﴾

‘এটি সেই জাহান্নাম যা তোমরা অস্বীকার করতে।’ আল-বায়ান

(বলা হবে) এটা হল জাহান্নামের সেই আগুন তোমরা যাকে মিথ্যে জানতে। তাইসিরুল

(বলা হবে) এটাই সেই আগুন যাকে তোমরা মিথ্যা মনে করতে। মুজিবুর রহমান

"This is the Fire which you used to deny. Sahih International

১৪. এটাই সে আগুন যাকে তোমরা মিথ্যা মনে করতে।

-

তাফসীরে জাকারিয়া

(১৪) এটাই সেই আগুন, যাকে তোমরা মিথ্যা মনে করতে। [1]

[1] এ কথা জাহান্নামে নিযুক্ত (যাবানিয়া) ফিরিশতা তাদেরকে বলবে।

তাফসীরে আহসানুল বায়ান