৩৭ সূরাঃ আস-সাফফাত | As-Saffat | سورة الصافات - আয়াত নং - ১২০ - মাক্কী

৩৭ : ১২০ سَلٰمٌ عَلٰی مُوۡسٰی وَ هٰرُوۡنَ ﴿۱۲۰﴾

মূসা ও হারূনের প্রতি সালাম। আল-বায়ান

মূসা ও হারূনের প্রতি শান্তি বর্ষিত হোক। তাইসিরুল

মূসা ও হারূনের উপর শান্তি বর্ষিত হোক। মুজিবুর রহমান

"Peace upon Moses and Aaron." Sahih International

১২০. মূসা ও হারূনের প্রতি সালাম (শান্তি ও নিরাপত্তা)।

-

তাফসীরে জাকারিয়া

(১২০) মূসা ও হারূনের প্রতি শান্তি বর্ষিত হোক,

-

তাফসীরে আহসানুল বায়ান