৩৭ সূরাঃ আস-সাফফাত | As-Saffat | سورة الصافات - আয়াত নং - ৯৯ - মাক্কী

৩৭ : ৯৯ وَ قَالَ اِنِّیۡ ذَاهِبٌ اِلٰی رَبِّیۡ سَیَهۡدِیۡنِ ﴿۹۹﴾

আর সে বলল, ‘আমি আমার রবের দিকে যাচ্ছি, তিনি অবশ্যই আমাকে হিদায়াত করবেন। আল-বায়ান

সে বলল, ‘আমি আমার প্রতিপালকের দিকে চললাম, তিনি আমাকে অবশ্যই সঠিক পথ দেখাবেন। তাইসিরুল

এবং সে বললঃ আমি আমার রবের দিকে চললাম, তিনি অবশ্যই আমাকে সৎ পথে পরিচালিত করবেন। মুজিবুর রহমান

And [then] he said, "Indeed, I will go to [where I am ordered by] my Lord; He will guide me. Sahih International

৯৯. তিনি বললেন, “আমি আমার রবের দিকে চললাম(১), তিনি আমাকে অবশ্যই হেদায়াত করবেন,

(১) কাতাদাহ বলেন, অর্থাৎ তিনি বললেন, তিনি তার আমল, মন ও নিয়্যত সব নিয়েই যাচ্ছেন। [তাবারী]

তাফসীরে জাকারিয়া

(৯৯) ইব্রাহীম বলল, ‘আমি আমার প্রতিপালকের দিকে চললাম,[1] তিনি আমাকে অবশ্যই সৎপথে পরিচালিত করবেন;

[1] ইবরাহীম (আঃ)-এর উক্ত ঘটনা ইরাকের ব্যাবিলন শহরে ঘটেছিল। শেষে তিনি সেখান থেকে হিজরত করে শামে চলে যান এবং সেখানে গিয়ে সন্তানের জন্য দু’আ করেন। (ফাতহুল ক্বাদীর)

তাফসীরে আহসানুল বায়ান