কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৩৭ সূরাঃ আস-সাফফাত | As-Saffat | سورة الصافات - আয়াত নং - ৯৩ - মাক্কী
৩৭ : ৯৩ فَرَاغَ عَلَیۡهِمۡ ضَرۡبًۢا بِالۡیَمِیۡنِ ﴿۹۳﴾
অতঃপর সে তাদের উপর সজোরে আঘাত হানল। আল-বায়ান
অতঃপর সে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে সজোরে আঘাত করল। তাইসিরুল
অতঃপর সে তাদের উপর সবলে ডান হাত দিয়ে আঘাত হানলো। মুজিবুর রহমান
And he turned upon them a blow with [his] right hand. Sahih International
৯৩. অতঃপর তিনি তাদের উপর সবলে আঘাত হানলেন।
-
তাফসীরে জাকারিয়া(৯৩) অতঃপর সে ওদের ওপর ঝুঁকে সজোরে আঘাত হানল। [1]
[1] رَاغَ , مَالَ, ذََهَبَ, أَقْبَلَ এ সবের অর্থ প্রায় একই। আর তা হল, তাদের দিকে ঝুঁকল বা মুখ করল,ضَرْبٌ بِالْيَمِيْنِ এর উদ্দেশ্য হল, সজোরে আঘাত করে ভেঙ্গে ফেলা।
তাফসীরে আহসানুল বায়ান