কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৩৭ সূরাঃ আস-সাফফাত | As-Saffat | سورة الصافات - আয়াত নং - ৬৭ - মাক্কী
৩৭ : ৬৭ ثُمَّ اِنَّ لَهُمۡ عَلَیۡهَا لَشَوۡبًا مِّنۡ حَمِیۡمٍ ﴿ۚ۶۷﴾
তদুপরি তাদের জন্য থাকবে ফুটন্ত পানির মিশ্রণ। আল-বায়ান
এর উপর তাদেরকে দেয়া হবে ফুটন্ত পানির (পূঁজ সম্বলিত) মিশ্রণ। তাইসিরুল
তদুপরি তাদের জন্য থাকবে ফুটন্ত পানির মিশ্রণ। মুজিবুর রহমান
Then indeed, they will have after it a mixture of scalding water. Sahih International
৬৭. তদুপরি তাদের জন্য থাকবে ফুটন্ত পানির মিশ্রণ।
-
তাফসীরে জাকারিয়া(৬৭) তার উপর অবশ্যই ওদের জন্য ফুটন্ত পানির মিশ্রণ থাকবে, [1]
[1] অর্থাৎ, খাওয়ার পর (গলায় আটকে গেলে) তাদের পানির প্রয়োজন হলে তাদেরকে ফুটন্ত গরম পানি দেওয়া হবে, যা পান করার ফলে তাদের নাড়ী-ভুঁড়ি ছিন্নভিন্ন হয়ে যাবে। (সূরা মুহাম্মাদ ১৫ আয়াত দ্রষ্টব্য)
তাফসীরে আহসানুল বায়ান