কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৩৭ সূরাঃ আস-সাফফাত | As-Saffat | سورة الصافات - আয়াত নং - ৫৪ - মাক্কী
৩৭ : ৫৪ قَالَ هَلۡ اَنۡتُمۡ مُّطَّلِعُوۡنَ ﴿۵۴﴾
আল্লাহ বলবেন, ‘তোমরা কি উঁকি দিয়ে দেখবে?’ আল-বায়ান
আল্লাহ বলবেন- ‘ তোমরা কি তাকে উঁকি দিয়ে দেখতে চাও?’ তাইসিরুল
(আল্লাহ) বলবেনঃ তোমরা কি তাকে দেখতে চাও? মুজিবুর রহমান
He will say, "Would you [care to] look?" Sahih International
৫৪. আল্লাহ্ বলবেন, তোমরা কি তাকে দেখতে চাও?
-
তাফসীরে জাকারিয়া(৫৪) (আল্লাহ) বলবেন, ‘তোমরা কি তাকে উঁকি মেরে দেখতে চাও?’ [1]
[1] অর্থাৎ, ঐ জান্নাতী ব্যক্তি জান্নাতের নিজ সাথীদেরকে বলবে, তোমরা কি জাহান্নামে উঁকি দিয়ে দেখবে? সম্ভবতঃ সেই লোক আমার দৃষ্টিগোচর হবে এবং আমি তোমাদেরকে বলে দেব যে, ঐ ব্যক্তি এই রকম কথাবার্তা বলত। অনেকের মতে ঐ কথার বক্তা মহান আল্লাহ অথবা ফিরিশতা।
তাফসীরে আহসানুল বায়ান