৩৭ সূরাঃ আস-সাফফাত | As-Saffat | سورة الصافات - আয়াত নং - ৪১ - মাক্কী

৩৭ : ৪১ اُولٰٓئِكَ لَهُمۡ رِزۡقٌ مَّعۡلُوۡمٌ ﴿ۙ۴۱﴾

তাদের জন্য থাকবে নির্ধারিত রিয্ক, আল-বায়ান

তাদের জন্য আছে নির্ধারিত রিযক- তাইসিরুল

তাদের জন্য রয়েছে নির্ধারিত রিয্ক – মুজিবুর রহমান

Those will have a provision determined - Sahih International

৪১. তাদের জন্য আছে নির্ধারিত রিযিক—

-

তাফসীরে জাকারিয়া

(৪১) তাদের জন্য আছে নির্ধারিত রুযী।

-

তাফসীরে আহসানুল বায়ান