কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
২৭ সূরাঃ আন-নামাল | An-Naml | سورة النمل - আয়াত নং - ৭৭ - মাক্কী
২৭ : ৭৭ وَ اِنَّهٗ لَهُدًی وَّ رَحۡمَۃٌ لِّلۡمُؤۡمِنِیۡنَ ﴿۷۷﴾
আর নিশ্চয় এটি মুমিনদের জন্য হিদায়াত ও রহমত। আল-বায়ান
আর তা নিশ্চিতই মু’মিনদের জন্য সঠিক পথের দিশারী ও রহমত। তাইসিরুল
আর নিশ্চয়ই এটি মু’মিনদের জন্য হিদায়াত ও রাহমাত। মুজিবুর রহমান
And indeed, it is guidance and mercy for the believers. Sahih International
৭৭. আর নিশ্চয় এটি মুমিনদের জন্য হেদায়াত ও রহমত।
-
তাফসীরে জাকারিয়া(৭৭) এবং নিশ্চয়ই এ বিশ্বাসীদের জন্য পথনির্দেশ ও করুণা। [1]
[1] মু’মিন ও বিশ্বাসীদেরকে এই জন্য খাস করা হয়েছে, কারণ তারাই কুরআন দ্বারা উপকৃত হয়। আর তাদের মধ্যে ঐ সকল বানী ইস্রাঈলও শামিল যারা ঈমান এনেছিল।
তাফসীরে আহসানুল বায়ান