২৭ সূরাঃ আন-নামাল | An-Naml | سورة النمل - আয়াত নং - ২ - মাক্কী

২৭ : ২ هُدًی وَّ بُشۡرٰی لِلۡمُؤۡمِنِیۡنَ ۙ﴿۲﴾

মুমিনদের জন্য হিদায়াত ও সুসংবাদ। আল-বায়ান

মু’মিনদের জন্য পথের দিশা ও সুসংবাদ তাইসিরুল

পথ নির্দেশ ও সুসংবাদ মু’মিনদের জন্য। মুজিবুর রহমান

As guidance and good tidings for the believers Sahih International

২. পথনির্দেশ ও সুসংবাদ মুমিনদের জন্য।(১)

(১) অর্থাৎ এ আয়াতগুলো হচ্ছে পথনির্দেশ ও সুসংবাদ। যার অর্থ “পথনির্দেশকারী” ও “সুসংবাদদানকারী”। [ফাতহুল কাদীর]

তাফসীরে জাকারিয়া

(২) বিশ্বাসীদের জন্য (তা) পথ-নির্দেশক এবং সুসংবাদ বিশেষ।

-

তাফসীরে আহসানুল বায়ান