কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
২৬ সূরাঃ আশ-শুআ'রা | Ash-Shu'ara | سورة الشعراء - আয়াত নং - ২০৩ - মাক্কী
২৬ : ২০৩ فَیَقُوۡلُوۡا هَلۡ نَحۡنُ مُنۡظَرُوۡنَ ﴿۲۰۳﴾ؕ
তখন তারা বলবে, ‘আমাদেরকে কি অবকাশ দেয়া হবে?’ আল-বায়ান
তারা তখন বলবে- ‘আমাদেরকে কি অবকাশ দেয়া হবে?’ তাইসিরুল
তখন তারা বলবেঃ আমাদেরকে কি অবকাশ দেয়া হবে? মুজিবুর রহমান
And they will say, "May we be reprieved?" Sahih International
২০৩. তখন তারা বলবে, আমাদেরকে কি অবকাশ দেয়া হবে?
-
তাফসীরে জাকারিয়া(২০৩) তখন ওরা বলবে, ‘আমাদেরকে অবকাশ দেওয়া হবে কি?’ [1]
[1] কিন্তু আযাব প্রত্যক্ষ করার পর না অবকাশ দেওয়া হয়, আর না সে সময়ের তওবাহ আল্লাহর নিকট গ্রহণীয় হয়। {فَلَمْ يَكُ يَنفَعُهُمْ إِيمَانُهُمْ لَمَّا رَأَوْا بَأْسَنَا} (85) سورة المؤمن
তাফসীরে আহসানুল বায়ান