কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
২৬ সূরাঃ আশ-শুআ'রা | Ash-Shu'ara | سورة الشعراء - আয়াত নং - ১১৭ - মাক্কী
২৬ : ১১৭ قَالَ رَبِّ اِنَّ قَوۡمِیۡ كَذَّبُوۡنِ ﴿۱۱۷﴾ۚۖ
নূহ বলল, ‘হে আমার রব, আমার কওম আমাকে অস্বীকার করেছে’; আল-বায়ান
নূহ বলল- ‘হে আমার প্রতিপালক! আমার সম্প্রদায় আমাকে প্রত্যাখান করছে। তাইসিরুল
নূহ বললঃ হে আমার রাব্ব! আমার সম্প্রদায়তো আমাকে অস্বীকার করছে। মুজিবুর রহমান
He said, "My Lord, indeed my people have denied me. Sahih International
১১৭. নূহ বললেন, হে আমার রব! আমার সম্প্রদায় তো আমার উপর মিথ্যারোপ করেছে।
-
তাফসীরে জাকারিয়া(১১৭) নূহ বলল, ‘হে আমার প্রতিপালক! আমার সম্প্রদায় তো আমাকে মিথ্যাবাদী বলছে।
-
তাফসীরে আহসানুল বায়ান