কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৯৬ সূরাঃ আল-আলাক | Al-Alaq | سورة العلق - আয়াত নং - ১২ - মাক্কী

৯৬ : ১২ اَوۡ اَمَرَ بِالتَّقۡوٰی ﴿ؕ۱۲﴾

অথবা তাকওয়ার নির্দেশ দেয়? আল-বায়ান

আর তাকওয়া অবলম্বনের নির্দেশ দেয় (তাহলে তার এ কাজগুলো কেমন মনে কর?) তাইসিরুল

অথবা তাকওয়ার নির্দেশ দেয়? মুজিবুর রহমান

Or enjoins righteousness? Sahih International

১২. অথবা তাকওয়ার নির্দেশ দেন; (তারপরও সে কিভাবে বাধা দেয়?!)

-

তাফসীরে জাকারিয়া

১২। অথবা তাকওয়া (আল্লাহভীতি)র নির্দেশ দেয়। [1]

[1] অর্থাৎ, ইখলাস, তাওহীদ এবং নেক আমলের শিক্ষা দেয়; যাতে মানুষ জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে পারে। তাহলে এই (নামায পড়া এবং তাকওয়া বা আল্লাহভীতির নির্দেশ দেওয়ার) কাজ কি এমন আচরণ যার বিরোধিতা করা হবে এবং তার জন্য হুমকি ও ধমকি দেওয়া হবে?

তাফসীরে আহসানুল বায়ান