কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৯৬ সূরাঃ আল-আলাক | Al-Alaq | سورة العلق - আয়াত নং - ১১ - মাক্কী

৯৬ : ১১ اَرَءَیۡتَ اِنۡ كَانَ عَلَی الۡهُدٰۤی ﴿ۙ۱۱﴾

তুমি কি দেখেছ, যদি সে হিদায়াতের উপর থাকে, আল-বায়ান

তুমি কি ভেবে দেখেছ (যাকে নিষেধ করা হচ্ছে) সে যদি সৎ পথে থাকে, তাইসিরুল

তুমি লক্ষ্য করেছ কি যদি সে সৎ পথে থাকে? মুজিবুর রহমান

Have you seen if he is upon guidance Sahih International

১১. আমাকে বল! যদি তিনি হিদায়াতের উপর থাকেন,

-

তাফসীরে জাকারিয়া

১১। তুমি কি মনে কর, যদি সে সৎপথে থাকে। [1]

[1] অর্থাৎ, যাকে নামায পড়া হতে বাধা দেওয়া হচ্ছে সে হিদায়াতপ্রাপ্ত।

তাফসীরে আহসানুল বায়ান