কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৮০ সূরাঃ আবাসা | Abasa | سورة عبس - আয়াত নং - ৪ - মাক্কী

৮০ : ৪ اَوۡ یَذَّکَّرُ فَتَنۡفَعَهُ الذِّکۡرٰی ؕ﴿۴﴾

অথবা উপদেশ গ্রহণ করত, ফলে সে উপদেশ তার উপকারে আসত। আল-বায়ান

কিংবা উপদেশ গ্রহণ করত, ফলে উপদেশ তার উপকারে লাগত। তাইসিরুল

অথবা উপদেশ গ্রহণ করত, ফলে উপদেশ তার উপকারে আসতো। মুজিবুর রহমান

Or be reminded and the remembrance would benefit him? Sahih International

৪. অথবা উপদেশ গ্ৰহণ করত, ফলে সে উপদেশ তার উপকারে আসত।(১)

(১) অর্থাৎ আপনি কি জানেন এই সাহাবী যা জিজ্ঞেস করেছিল তা তাকে শিক্ষা দিলে সে তা দ্বারা পরিশুদ্ধ হতে পারত কিংবা কমপক্ষে আল্লাহ তা’আলাকে স্মরণ করে উপকার লাভ করতে পারত। [দেখুন: মুয়াস্‌সার; সাদী]

তাফসীরে জাকারিয়া

৪। অথবা উপদেশ গ্রহণ করত, ফলে তা তার উপকারে আসত।

-

তাফসীরে আহসানুল বায়ান