কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৭৯ সূরাঃ আন-নাযি'আত | An-Nazi'at | سورة النازعات - আয়াত নং - ৩৮ - মাক্কী

৭৯ : ৩৮ وَ اٰثَرَ الۡحَیٰوۃَ الدُّنۡیَا ﴿ۙ۳۸﴾

আর দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, আল-বায়ান

আর পার্থিব জীবনকে (পরকালের উপর) প্রাধান্য দিয়েছিল তাইসিরুল

এবং পার্থিব জীবনকে বেছে নেয়, মুজিবুর রহমান

And preferred the life of the world, Sahih International

৩৮. এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দেয়।

-

তাফসীরে জাকারিয়া

৩৮। এবং পার্থিব জীবনকে প্রাধান্য দিয়েছে, [1]

[1] অর্থাৎ, দুনিয়াকে সে সব কিছু ভেবেছে এবং আখেরাতের জন্য কোন প্রস্তুতি নেয়নি।

তাফসীরে আহসানুল বায়ান