কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৭৯ সূরাঃ আন-নাযি'আত | An-Nazi'at | سورة النازعات - আয়াত নং - ১৫ - মাক্কী

৭৯ : ১৫ هَلۡ اَتٰىكَ حَدِیۡثُ مُوۡسٰی ﴿ۘ۱۵﴾

মূসার বৃত্তান্ত তোমার কাছে পৌঁছেছে কি? আল-বায়ান

মূসার বৃত্তান্ত তোমার কাছে পৌঁছেছে কি? তাইসিরুল

তোমার নিকট মূসার বৃত্তান্ত পৌঁছেছে কি? মুজিবুর রহমান

Has there reached you the story of Moses? - Sahih International

১৫. আপনার কাছে মূসার বৃত্তান্ত পৌঁছেছে কি?(১)

(১) কাফেরদের অবিশ্বাস, হটকারিতা ও শক্রতার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে মর্মপীড়া অনুভব করতেন, তা দূর করার উদ্দেশ্যে মূসা আলাইহিস সালাম ও ফিরআউনের ঘটনা উল্লেখ করা হয়েছে। এতে ইঙ্গিত করা হয়েছে যে, শত্রুরা কেবল আপনাকেই কষ্ট দেয়নি, পূর্ববর্তী সকল রাসূলকেও কষ্ট দিয়েছে, কিন্তু তাদের পরিণতি হয়েছে ভয়াবহ। সুতরাং আপনিও সবর করুন। [দেখুন, কুরতুবী]

তাফসীরে জাকারিয়া

১৫। (হে মুহাম্মাদ!) তোমার নিকট মূসার বৃত্তান্ত পৌঁছেছে কি?

-

তাফসীরে আহসানুল বায়ান