কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৭৭ সূরাঃ আল-মুরসালাত | Al-Mursalat | سورة المرسلات - আয়াত নং - ৪৪ - মাক্কী

৭৭ : ৪৪ اِنَّا كَذٰلِكَ نَجۡزِی الۡمُحۡسِنِیۡنَ ﴿۴۴﴾

সৎকর্মশীলদের আমরা এমন-ই প্রতিদান দিয়ে থাকি। আল-বায়ান

সৎকর্মশীলদেরকে আমি এভাবেই প্রতিফল দিয়ে থাকি। তাইসিরুল

এভাবে আমি সৎ কর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি। মুজিবুর রহমান

Indeed, We thus reward the doers of good. Sahih International

৪৪. এভাবে আমরা মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি।

-

তাফসীরে জাকারিয়া

(৪৪) এভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি।[1]

[1] এখানেও পূর্বোক্ত বিষয়ের উপর তাকীদ করা এবং তা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ, যদি আখেরাতে উত্তম পরিণাম পাওয়ার আশাবাদী হও, তবে দুনিয়াতে নেকী ও কল্যাণের পথ অবলম্বন কর।

তাফসীরে আহসানুল বায়ান