কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৭৭ সূরাঃ আল-মুরসালাত | Al-Mursalat | سورة المرسلات - আয়াত নং - ২৬ - মাক্কী

৭৭ : ২৬ اَحۡیَآءً وَّ اَمۡوَاتًا ﴿ۙ۲۶﴾

জীবিত ও মৃতদেরকে? আল-বায়ান

জীবিত ও মৃতদেরকে (ভাল আর মন্দকে নেককার আর পাপাচারীকে)। তাইসিরুল

জীবিত ও মৃতের জন্য? মুজিবুর রহমান

Of the living and the dead? Sahih International

২৬. জীবিত ও মৃতের জন্য?(১)

(১) অর্থাৎ ভূমি জীবিত মানুষকে তার পৃষ্ঠে এবং সকল মৃতকে তার পেটে ধারণ করে। [সাদী; মুয়াস্‌সার]

তাফসীরে জাকারিয়া

(২৬) জীবিত ও মৃতের জন্য? [1]

[1] অর্থাৎ, যমীন বা ভূমি জীবন্তদেরকে নিজ পিঠে এবং মৃতদেরকে নিজ পেটে ধারণ করে রাখে।

তাফসীরে আহসানুল বায়ান