কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
৭৫ সূরাঃ আল-ক্বিয়ামাহ | Al-Qiyama | سورة القيامة - আয়াত নং - ৩১ - মাক্কী
৭৫ : ৩১ فَلَا صَدَّقَ وَ لَا صَلّٰی ﴿ۙ۳۱﴾
সুতরাং সে বিশ্বাসও করেনি এবং সালাতও আদায় করেনি। আল-বায়ান
কিন্তু না, সে বিশ্বাসও করেনি, নামাযও আদায় করেনি। তাইসিরুল
সে বিশ্বাস করেনি এবং সালাত আদায় করেনি। মুজিবুর রহমান
And the disbeliever had not believed, nor had he prayed. Sahih International
৩১. সুতরাং সে বিশ্বাস করে নি এবং সালাতও আদায় করে নি।
-
তাফসীরে জাকারিয়া(৩১) সে সত্য বলে মানেনি এবং নামায পড়েনি। [1]
[1] অর্থাৎ, এই ব্যক্তি না রসূল (সাঃ) এবং কুরআনকে সত্যজ্ঞান করেছে, আর না নামায আদায় করেছে। অর্থাৎ, সে আল্লাহর ইবাদতও করেনি।
তাফসীরে আহসানুল বায়ান