কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
৭৪ সূরাঃ আল-মুদ্দাসসির | Al-Muddathir | سورة المدثر - আয়াত নং - ৫১ - মাক্কী
৭৪ : ৫১ فَرَّتۡ مِنۡ قَسۡوَرَۃٍ ﴿ؕ۵۱﴾
যারা সিংহের ভয়ে পলায়ন করেছে। আল-বায়ান
সিংহের সামনে থেকে পালাচ্ছে। তাইসিরুল
যা সিংহের সম্মুখ হতে পলায়নপর। মুজিবুর রহমান
Fleeing from a lion? Sahih International
৫১. যারা সিংহের ভয়ে পলায়ন করেছে।(১)
(১) (حُمُرٌ مُسْتَنْفِرَةٌ) অর্থ বন্য গাধা। আর قَسْوَرَة এর অর্থ সিংহ বা তীরন্দাজ শিকারী। এ স্থলে উভয় অর্থ বর্ণিত আছে। [ফাতহুল কাদীর]
তাফসীরে জাকারিয়া(৫১) যারা সিংহের সম্মুখ হতে পলায়নপর। [1]
[1] অর্থাৎ, এদের সত্যের প্রতি বিদ্বেষ এবং তা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার ব্যাপারটা ঐ রকমই যেমন, ভীত-সন্ত্রস্ত জংলী গাধা সিংহ দেখে পালায়, যখন সে তাকে শিকার করতে চায়। قَسْوَرَةٌ অর্থ সিংহ। কেউ কেউ এর অর্থ তিরন্দাজও করেছেন।
তাফসীরে আহসানুল বায়ান