কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
৭৪ সূরাঃ আল-মুদ্দাসসির | Al-Muddathir | سورة المدثر - আয়াত নং - ৪৭ - মাক্কী
৭৪ : ৪৭ حَتّٰۤی اَتٰىنَا الۡیَقِیۡنُ ﴿ؕ۴۷﴾
'অবশেষে আমাদের কাছে মৃত্যু আগমন করে'। আল-বায়ান
আমাদের নিকট নিশ্চিত বিশ্বাস (অর্থাৎ মৃত্যু) না আসা পর্যন্ত।’ তাইসিরুল
আমাদের নিকট মৃত্যুর আগমন পর্যন্ত। মুজিবুর রহমান
Until there came to us the certainty." Sahih International
৪৭. অবশেষে আমাদের কাছে মৃত্যু আগমন করে।(১)
(১) অর্থাৎ মৃত্যু পর্যন্ত আমরা এ নীতি ও কর্মপন্থা অনুসরণ করেছি। শেষ পর্যন্ত নিশ্চিত বিষয় তথা মৃত্যু আমাদের সামনে এসে হাজির হয়েছে; তখন আমাদের সব আশা-কৌশলের সমাপ্তি হয়। [সা’দী]
তাফসীরে জাকারিয়া(৪৭) পরিশেষে আমাদের নিকট মৃত্যু আগমন করল।’ [1]
[1] يَقِيْن অর্থ মৃত্যু। যেমন, দ্বিতীয় স্থানে আল্লাহ তাআলা বলেন, {وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ} অর্থাৎ, তোমার মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি তোমার প্রতিপালকের ইবাদত কর। (সূরা হিজরঃ ৯৯)
তাফসীরে আহসানুল বায়ান