কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৭৪ সূরাঃ আল-মুদ্দাসসির | Al-Muddathir | سورة المدثر - আয়াত নং - ৩৫ - মাক্কী

৭৪ : ৩৫ اِنَّهَا لَاِحۡدَی الۡكُبَرِ ﴿ۙ۳۵﴾

নিশ্চয় জাহান্নাম মহাবিপদসমূহের অন্যতম। আল-বায়ান

এই জাহান্নাম বড় বড় বিপদগুলোর একটি, তাইসিরুল

নিশ্চয়ই জাহান্নাম ভয়াবহ বিপদসমূহের অন্যতম। মুজিবুর রহমান

Indeed, the Fire is of the greatest [afflictions] Sahih International

৩৫. নিশ্চয় জাহান্নাম ভয়াবহ বিপদসমূহের অন্যতম,

-

তাফসীরে জাকারিয়া

(৩৫) এই (জাহান্নাম) বিশাল (ভয়াবহ বস্তু)সমূহের একটি। [1]

[1] এটা কসমের জওয়াব। كُبَرٌ হল كُبْرَى এর বহুবচন। তিনটি অতি গুরুত্বপূর্ণ জিনিসের কসম খাওয়ার পর আল্লাহ তাআলা জাহান্নামের বিশালতা ও তার ভয়াবহতার কথা বর্ণনা করছেন। যার পরে তার বিশালতা ও ভয়াবহতার ব্যাপারে আর কোন সন্দেহ অবশিষ্ট থাকে না।

তাফসীরে আহসানুল বায়ান