কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
৭৪ সূরাঃ আল-মুদ্দাসসির | Al-Muddathir | سورة المدثر - আয়াত নং - ৩০ - মাক্কী
৭৪ : ৩০ عَلَیۡهَا تِسۡعَۃَ عَشَرَ ﴿ؕ۳۰﴾
তার উপর রয়েছে ঊনিশজন (প্রহরী)। আল-বায়ান
সেখানে নিয়োজিত আছে ঊনিশ জন ফেরেশতা। তাইসিরুল
উহার তত্ত্বাবধানে রয়েছে উনিশ জন প্রহরী। মুজিবুর রহমান
Over it are nineteen [angels]. Sahih International
৩০. ‘সাকার’-এর তত্ত্বাবধানে রয়েছে ঊনিশজন প্রহরী।
-
তাফসীরে জাকারিয়া(৩০) ওর তত্ত্বাবধানে রয়েছে উনিশ জন প্রহরী। [1]
[1] অর্থাৎ, জাহান্নামে প্রহরী স্বরূপ ১৯ জন ফিরিশতা নিযুক্ত থাকবেন।
তাফসীরে আহসানুল বায়ান