কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
৭৪ সূরাঃ আল-মুদ্দাসসির | Al-Muddathir | سورة المدثر - আয়াত নং - ১৮ - মাক্কী
৭৪ : ১৮ اِنَّهٗ فَكَّرَ وَ قَدَّرَ ﴿ۙ۱۸﴾
নিশ্চয় সে চিন্তা ভাবনা করল এবং সিদ্ধান্ত গ্রহণ করল। আল-বায়ান
সে চিন্তা ভাবনা করল এবং সিদ্ধান্ত নিল, তাইসিরুল
সে চিন্তা করল এবং সিদ্ধান্ত গ্রহণ করল। মুজিবুর রহমান
Indeed, he thought and deliberated. Sahih International
১৮. সে তো চিন্তা করল এবং সিদ্ধান্ত গ্ৰহণ করল।
-
তাফসীরে জাকারিয়া(১৮) সে তো চিন্তা করল এবং সিদ্ধান্ত করল। [1]
[1] অর্থাৎ, কুরআন এবং নবী (সাঃ)-এর বার্তা শুনে সে এ ব্যাপারে চিন্তা-ভাবনা করল যে, আমি এর উত্তর কি দেব? আর মনে মনে সে উত্তর প্রস্তুত করল।
তাফসীরে আহসানুল বায়ান