কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৫৬ সূরাঃ আল-ওয়াকিয়া | Al-Waqi'a | ٱلْوَاقِعَة - আয়াত নং - ৮৩ - মাক্কী

৫৬ : ৮৩ فَلَوۡ لَاۤ اِذَا بَلَغَتِ الۡحُلۡقُوۡمَ ﴿ۙ۸۳﴾

সুতরাং কেন নয়- যখন রূহ কণ্ঠদেশে পৌঁছে যায়? আল-বায়ান

তাহলে কেন (তোমরা বাধা দাও না) যখন প্রাণ এসে যায় কণ্ঠনালীতে? তাইসিরুল

পরন্তু কেন নয় - প্রাণ যখন কন্ঠাগত হয়, মুজিবুর রহমান

Then why, when the soul at death reaches the throat Sahih International

৮৩. সুতরাং কেন নয়—প্ৰাণ যখন কণ্ঠাগত হয়(১)

(১) অর্থাৎ যদি তোমরা নিজেদেরকে সর্বেসর্বা মনে করে থাক তবে কেন পার না তোমাদের প্ৰাণকে তোমাদের শরীরে রেখে দিতে? [ফাতহুল কাদীর]

তাফসীরে জাকারিয়া

(৮৩) পরন্তু কেন নয়, প্রাণ যখন কণ্ঠাগত হয়।

-

তাফসীরে আহসানুল বায়ান