কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৫৬ সূরাঃ আল-ওয়াকিয়া | Al-Waqi'a | سورة الواقعة - আয়াত নং - ৫ - মাক্কী

৫৬ : ৫ وَّ بُسَّتِ الۡجِبَالُ بَسًّا ۙ﴿۵﴾

আর পর্বতমালা চূর্ণ-বিচূর্ণ হয়ে পড়বে। আল-বায়ান

আর পাহাড়গুলো হবে চূর্ণ বিচূর্ণ, তাইসিরুল

এবং পবর্তমালা চূর্ণ-বিচূর্ণ হয়ে পড়বে। মুজিবুর রহমান

And the mountains are broken down, crumbling Sahih International

৫. এবং চূর্ণ-বিচূর্ণ হয়ে পড়বে পর্বতমালা,

-

তাফসীরে জাকারিয়া

(৫) এবং পর্বতমালা চূর্ণ-বিচূর্ণ হয়ে পড়বে। [1]

[1] رَجًّا এর অর্থ নড়াচড়া ও অস্থিরতা (কম্পন)। আর بسّ অর্থ চূর্ণবিচূর্ণ হয়ে যাওয়া।

তাফসীরে আহসানুল বায়ান