কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৩৮ সূরাঃ সোয়াদ | Ṣād | سورة ص - আয়াত নং - ১৩ - মাক্কী

৩৮ : ১৩ وَ ثَمُوۡدُ وَ قَوۡمُ لُوۡطٍ وَّ اَصۡحٰبُ لۡـَٔیۡكَۃِ ؕ اُولٰٓئِكَ الۡاَحۡزَابُ ﴿۱۳﴾

সামূদ, কওমে লূত ও আইকার অধিবাসীরা। এরাই ছিল (নবীদের বিরুদ্ধাচরণকারী) দলসমূহ । আল-বায়ান

আর সামূদ, লূতের জাতি ও আইকাবাসী- এরা ছিল বিরাট বিরাট দল। তাইসিরুল

আর সামূদ, লূত সম্প্রদায় ও আইকা’র অধিবাসী। তারা ছিল এক একটি বিশাল বাহিনী। মুজিবুর রহমান

And [the tribe of] Thamud and the people of Lot and the companions of the thicket. Those are the companies. Sahih International

১৩. সামূদ, লুত সম্প্রদায় ও আইকা'র অধিবাসী; ওরা ছিল এক-একটি বিশাল বাহিনী।

-

তাফসীরে জাকারিয়া

(১৩) সামূদ, লূত ও আইকাবাসী (শুআইব সম্প্রদায়),[1] ওরাও ছিল এক একটি বিশাল বাহিনী।

[1] আইকাবাসী কারা ছিল, তা জানার জন্য দেখুন সূরা শুআরার ১৭৬নং আয়াতের টীকা।

তাফসীরে আহসানুল বায়ান