কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
৩৭ সূরাঃ আস-সাফফাত | As-Saffat | سورة الصافات - আয়াত নং - ১১৭ - মাক্কী
৩৭ : ১১৭ وَ اٰتَیۡنٰهُمَا الۡكِتٰبَ الۡمُسۡتَبِیۡنَ ﴿۱۱۷﴾ۚ
আর আমি উভয়কে সুস্পষ্ট কিতাব দান করেছিলাম। আল-বায়ান
আমি উভয়কে দিয়েছিলাম সুস্পষ্ট কিতাব। তাইসিরুল
আমি উভয়কে দিয়েছিলাম সুস্পষ্ট কিতাব। মুজিবুর রহমান
And We gave them the explicit Scripture, Sahih International
১১৭. আর আমরা উভয়কে দিয়েছিলাম বিশদ কিতাব।(১)
(১) কাতাদাহ বলেন, অর্থাৎ তাওরাত দিয়েছিলাম। যাতে হেদায়াত বর্ণিত ছিল, বিস্তারিত ও আহকামসমৃদ্ধ ছিল। [তাবারী]
তাফসীরে জাকারিয়া(১১৭) আমি উভয়কে বিশদ গ্রন্থ দিয়েছিলাম।
-
তাফসীরে আহসানুল বায়ান