কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
৩৭ সূরাঃ আস-সাফফাত | As-Saffat | سورة الصافات - আয়াত নং - ১১৪ - মাক্কী
৩৭ : ১১৪ وَ لَقَدۡ مَنَنَّا عَلٰی مُوۡسٰی وَ هٰرُوۡنَ ﴿۱۱۴﴾ۚ
আর আমি নিশ্চয় হারূন ও মূসার প্রতি অনুগ্রহ করেছিলাম, আল-বায়ান
আমি মূসা ও হারূনের প্রতি অনুগ্রহ করেছিলাম। তাইসিরুল
আমি অনুগ্রহ করেছিলাম মূসা ও হারূনের উপর। মুজিবুর রহমান
And We did certainly confer favor upon Moses and Aaron. Sahih International
১১৪. আর অবশ্যই আমরা অনুগ্রহ করেছিলাম মূসা ও হারূনের প্রতি,
-
তাফসীরে জাকারিয়া(১১৪) নিশ্চয় আমি অনুগ্রহ করেছিলাম মূসা ও হারূনের প্রতি[1]
[1] অর্থাৎ, তাদের উভয়কে নবুঅত ও রিসালাত এবং অন্যান্য নিয়ামতসমূহ দান করেছিলাম।
তাফসীরে আহসানুল বায়ান