কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৩৭ সূরাঃ আস-সাফফাত | As-Saffat | سورة الصافات - আয়াত নং - ১০৮ - মাক্কী

৩৭ : ১০৮ وَ تَرَكۡنَا عَلَیۡهِ فِی الۡاٰخِرِیۡنَ ﴿۱۰۸﴾ۖ

আর তার জন্য আমি পরবর্তীদের মধ্যে সুখ্যাতি রেখে দিয়েছি। আল-বায়ান

আর আমি তাকে পরবর্তীদের মাঝে স্মরণীয় করে রাখলাম। তাইসিরুল

আমি এটা পরবর্তীদের স্মরণে রেখেছি। মুজিবুর রহমান

And We left for him [favorable mention] among later generations: Sahih International

১০৮. আর আমরা তার জন্য পরবর্তীদের মধ্যে সুনাম-সুখ্যাতি রেখে দিয়েছি।

-

তাফসীরে জাকারিয়া

(১০৮) আর এ বিষয়টি পরবর্তীদের জন্য স্মরণীয় করে রাখলাম।

-

তাফসীরে আহসানুল বায়ান