কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৩৭ সূরাঃ আস-সাফফাত | As-Saffat | سورة الصافات - আয়াত নং - ৬৫ - মাক্কী

৩৭ : ৬৫ طَلۡعُهَا كَاَنَّهٗ رُءُوۡسُ الشَّیٰطِیۡنِ ﴿۶۵﴾

এর ফল যেন শয়তানের মাথা; আল-বায়ান

এর চূড়াগুলো যেন শয়ত্বানের মাথা (অর্থাৎ দেখতে খুবই খারাপ।) তাইসিরুল

ওটার মোচা যেন শাইতানের মাথা। মুজিবুর রহমান

Its emerging fruit as if it was heads of the devils. Sahih International

৬৫. এর মোচা যেন শয়তানের মাথা,

-

তাফসীরে জাকারিয়া

(৬৫) এর মোচা শয়তানের মাথার মত। [1]

[1] এটি দেখতে এত নিকৃষ্ট ও কুশ্রী যে, একে শয়তানের মাথার সাথে তুলনা করা হয়েছে; যেমন কোন ভাল লোকের উদাহরণ দিয়ে বলা হয়, ‘ঠিক যেন সে ফিরিশতা।’

তাফসীরে আহসানুল বায়ান