কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৩৭ সূরাঃ আস-সাফফাত | As-Saffat | سورة الصافات - আয়াত নং - ৬৪ - মাক্কী

৩৭ : ৬৪ اِنَّهَا شَجَرَۃٌ تَخۡرُجُ فِیۡۤ اَصۡلِ الۡجَحِیۡمِ ﴿ۙ۶۴﴾

নিশ্চয় এ গাছটি জাহান্নামের তলদেশ থেকে বের হয়। আল-বায়ান

এটা এমন একটা গাছ যা জাহান্নামের তলদেশ থেকে বের হয়। তাইসিরুল

এই বৃক্ষ উদ্গত হয় জাহান্নামের তলদেশ হতে। মুজিবুর রহমান

Indeed, it is a tree issuing from the bottom of the Hellfire, Sahih International

৬৪. এ গাছ উদগত হয় জাহান্নামের তলদেশ থেকে,

-

তাফসীরে জাকারিয়া

(৬৪) এ বৃক্ষ জাহান্নামের তলদেশ হতে উদগত হয়, [1]

[1] অর্থাৎ, তার মূল ও শিকড় জাহান্নামের তলদেশে হবে, তবে তার ডালপালা সব দিকে ছড়িয়ে থাকবে।

তাফসীরে আহসানুল বায়ান