কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৩৭ সূরাঃ আস-সাফফাত | As-Saffat | ٱلصَّافَّات - আয়াত নং - ৫৯ - মাক্কী

৩৭ : ৫৯ اِلَّا مَوۡتَتَنَا الۡاُوۡلٰی وَ مَا نَحۡنُ بِمُعَذَّبِیۡنَ ﴿۵۹﴾

‘আমাদের প্রথম মৃত্যু ছাড়া, আর আমরা কি আযাবপ্রাপ্ত হব না’? আল-বায়ান

আমাদের প্রথম মৃত্যুর পর, আর আমাদেরকে শাস্তিও দেয়া হবে না। তাইসিরুল

প্রথম মৃত্যু ছাড়া এবং আমাদেরকে শাস্তিও দেয়া হবেনা! মুজিবুর রহমান

Except for our first death, and we will not be punished?" Sahih International

৫৯. প্রথম মৃত্যুর পর এবং আমাদেরকে শাস্তিও দেয়া হবে না!

-

তাফসীরে জাকারিয়া

(৫৯) প্রথম মৃত্যুর পর[1] এবং আমাদেরকে শাস্তিও দেওয়া হবে না?’

[1] যা পৃথিবীতে (মৃত্যু)রূপে এসে গেছে। এখন আমাদের জন্য না মৃত্যু আছে আর না শাস্তি।

তাফসীরে আহসানুল বায়ান