কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
৩৭ সূরাঃ আস-সাফফাত | As-Saffat | سورة الصافات - আয়াত নং - ৩৩ - মাক্কী
৩৭ : ৩৩ فَاِنَّهُمۡ یَوۡمَئِذٍ فِی الۡعَذَابِ مُشۡتَرِكُوۡنَ ﴿۳۳﴾
নিশ্চয় তারা সেদিন আযাবে অংশীদার হবে। আল-বায়ান
সেদিন (দুর্বল আর সবল) সবাই ‘আযাবে শরীক হবে। তাইসিরুল
তারা সবাই সেদিন শাস্তিতে শরীক হবে। মুজিবুর রহমান
So indeed they, that Day, will be sharing in the punishment. Sahih International
৩৩. অতঃপর তারা সবাই সেদিন শাস্তির শরীক হবে।
-
তাফসীরে জাকারিয়া(৩৩) সুতরাং নিশ্চয় ওরা সকলেই সেদিন শাস্তির শরীক হবে। [1]
[1] কারণ, তাদের গুনাহও শরীকানী ছিল; শিরক, পাপাচরণ এবং ফিতনা-ফাসাদ করা তাদের দৈনন্দিন কর্ম ছিল।
তাফসীরে আহসানুল বায়ান