কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৩৭ সূরাঃ আস-সাফফাত | As-Saffat | سورة الصافات - আয়াত নং - ১ - মাক্কী

৩৭ : ১ وَ الصّٰٓفّٰتِ صَفًّا ۙ﴿۱﴾

কসম সারিবদ্ধ ফেরেশতাদের, আল-বায়ান

শপথ তাদের যারা সারিবদ্ধভাবে দাঁড়ানো, তাইসিরুল

শপথ তাদের যারা সারিবদ্ধভাবে দন্ডায়মান। মুজিবুর রহমান

By those [angels] lined up in rows Sahih International

১. শপথ তাদের যারা সারিবদ্ধভাবে দণ্ডায়মান।(১)

(১) কাতাদাহ বলেন, আল্লাহ্ তা'আলা তাঁর সৃষ্টির শপথ করেছেন, তারপর আরেক সৃষ্টির শপথ করেছেন, তারপর অপর সৃষ্টির শপথ করেছেন। এখানে কাতারবন্দী দ্বারা ফেরেশতাদেরকে বুঝানো হয়েছে। যারা আকাশে কাতারবন্দী হয়ে আছেন। [তাবারী]

তাফসীরে জাকারিয়া

(১) তাদের শপথ যারা (যে ফিরিশতারা) সারিবদ্ধভাবে দন্ডায়মান।

-

তাফসীরে আহসানুল বায়ান