কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
২৬ সূরাঃ আশ-শুআ'রা | Ash-Shu'ara | سورة الشعراء - আয়াত নং - ১৯৫ - মাক্কী
২৬ : ১৯৫ بِلِسَانٍ عَرَبِیٍّ مُّبِیۡنٍ ﴿۱۹۵﴾ؕ
সুস্পষ্ট আরবী ভাষায়। আল-বায়ান
সুস্পষ্ট আরবী ভাষায়। তাইসিরুল
অবতীর্ণ করা হয়েছে সুস্পষ্ট আরাবী ভাষায়। মুজিবুর রহমান
In a clear Arabic language. Sahih International
১৯৫. সুস্পষ্ট আরবী ভাষায়।(১)
(১) আয়াত থেকে জানা গেল যে, আরবী ভাষায় লিখিত কুরআনই কুরআন। অন্য যে কোন ভাষায় কুরআনের কোন বিষয়বস্তুর অনুবাদকে কুরআন বলা হবে না। [দেখুন: ইবন কাসীর]
তাফসীরে জাকারিয়া(১৯৫) (অবতীর্ণ করা হয়েছে) সুস্পষ্ট আরবী ভাষায়।
-
তাফসীরে আহসানুল বায়ান