কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

২৬ সূরাঃ আশ-শুআ'রা | Ash-Shu'ara | ٱلشُّعَرَاء - আয়াত নং - ১৫২ - মাক্কী

২৬ : ১৫২ الَّذِیۡنَ یُفۡسِدُوۡنَ فِی الۡاَرۡضِ وَ لَا یُصۡلِحُوۡنَ ﴿۱۵۲﴾

‘যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে এবং শান্তি স্থাপন করে না’। আল-বায়ান

যারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে, সংস্কার করে না।’ তাইসিরুল

যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে এবং শান্তি স্থাপন করেনা। মুজিবুর রহমান

Who cause corruption in the land and do not amend." Sahih International

১৫২. যারা যমীনে বিপর্যয় সৃষ্টি করে এবং সংশোধন করে না।

-

তাফসীরে জাকারিয়া

(১৫২) এরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে এবং শান্তি স্থাপন করে না।’

-

তাফসীরে আহসানুল বায়ান