কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

২৬ সূরাঃ আশ-শুআ'রা | Ash-Shu'ara | ٱلشُّعَرَاء - আয়াত নং - ৬০ - মাক্কী

২৬ : ৬০ فَاَتۡبَعُوۡهُمۡ مُّشۡرِقِیۡنَ ﴿۶۰﴾

তারপর তারা সূর্যোদয়ের প্রাক্কালে তাদের পিছু নিল। আল-বায়ান

কাজেই তারা (অর্থাৎ ফেরাউন গোষ্ঠী) সূর্যোদয়কালে তাদের পশ্চাদ্ধাবন করল। তাইসিরুল

তারা সূর্যোদয় কালে তাদের পশ্চাতে এসে পড়ল। মুজিবুর রহমান

So they pursued them at sunrise. Sahih International

৬০. অতঃপর তারা সূর্যোদয়কালে ওদের পিছনে এসে পড়ল।

-

তাফসীরে জাকারিয়া

(৬০) ওরা সূর্যোদয়কালে তাদের পশ্চাদ্ধাবন করল। [1]

[1] যখন সকাল হল এবং ফিরআউন জানতে পারল যে, বনী-ইস্রাঈল রাত্রে পলায়ন করেছে, তখন তার মর্যাদা ও ক্ষমতায় আঘাত লাগলো এবং সূর্য ওঠার সাথে সাথেই তাদের পিছু ধাওয়া করল।

তাফসীরে আহসানুল বায়ান