কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

২৬ সূরাঃ আশ-শুআ'রা | Ash-Shu'ara | ٱلشُّعَرَاء - আয়াত নং - ৫৫ - মাক্কী

২৬ : ৫৫ وَ اِنَّهُمۡ لَنَا لَغَآئِظُوۡنَ ﴿ۙ۵۵﴾

‘আর এরা অবশ্যই আমাদের ক্রোধের উদ্রেক ঘটিয়েছে।’ আল-বায়ান

তারা আমাদেরকে অবশ্যই ক্রোধান্বিত করেছে। তাইসিরুল

এবং তারা আমাদের ক্রোধের সৃষ্টি করেছে। মুজিবুর রহমান

And indeed, they are enraging us, Sahih International

৫৫. আর তারা তো আমাদের ক্ৰোধ উদ্রেক করেছে;

-

তাফসীরে জাকারিয়া

(৫৫) ওরা তো আমাদের ক্রোধ উদ্রেক করেছে। [1]

[1] আমাদের বিনা অনুমতিতে তাদের এখান হতে পলায়ন আমাদের ক্রোধ উদ্রেক করেছে।

তাফসীরে আহসানুল বায়ান