কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

২০ সূরাঃ ত্ব-হা | Ta-Ha | طه - আয়াত নং - ৪৩ - মাক্কী

২০ : ৪৩ اِذۡهَبَاۤ اِلٰی فِرۡعَوۡنَ اِنَّهٗ طَغٰی ﴿ۚۖ۴۳﴾

তোমরা দু’জন ফির‘আউনের নিকট যাও, কেননা সে তো সীমালংঘন করেছে। আল-বায়ান

তোমরা দু’জন ফেরাউনের নিকট যাও, বস্তুতঃ সে সীমালঙ্ঘন করেছে। তাইসিরুল

তোমরা উভয়ে ফির‘আউনের নিকট যাও, সেতো সীমালংঘন করেছে। মুজিবুর রহমান

Go, both of you, to Pharaoh. Indeed, he has transgressed. Sahih International

৪৩. আপনারা উভয়ে ফিরআউনের কাছে যান, সে তো সীমালংঘন করেছে।

-

তাফসীরে জাকারিয়া

(৪৩) তোমরা দু’জন ফিরাউনের নিকট যাও, সে তো সীমালংঘন করেছে।

-

তাফসীরে আহসানুল বায়ান