কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
১৮ সূরাঃ আল-কাহফ | Al-Kahf | سورة الكهف - আয়াত নং - ৮৫ - মাক্কী
১৮ : ৮৫ فَاَتۡبَعَ سَبَبًا ﴿۸۵﴾
অতঃপর সে একটি পথ অবলম্বন করল। আল-বায়ান
একবার সে এক রাস্তা ধরল (অর্থাৎ একদিকে একটা অভিযান চালাল)। তাইসিরুল
সে এক পথ অবলম্বন করল। মুজিবুর রহমান
So he followed a way Sahih International
৮৫. অতঃপর সে এক পথ অবলম্বন করল।
-
তাফসীরে জাকারিয়া(৮৫) সে এক পথ অবলম্বন করল।[1]
[1] দ্বিতীয়ত سَبَب এর অর্থঃ পথ করা হয়েছে। কিংবা এর অর্থ হল, আল্লাহ প্রদত্ত মাধ্যম থেকে অতিরিক্ত আরো কিছু মাধ্যম প্রস্তুত করল; যেমন আল্লাহর সৃষ্টি লোহা দিয়ে নানান রকমের অস্ত্র-শস্ত্র ও যন্ত্র তৈরী করা হয় এবং যেভাবে বিভিন্ন ধাতু দিয়ে বিভিন্ন জিনিস-পত্র তৈরী করা হয়।
তাফসীরে আহসানুল বায়ান