শব্দে শব্দে আল-কুরআন - সূরাঃ আল-আন'আম আয়াত সংখ্যাঃ 165 - মাক্কী

(1)

ٱلْحَمْدُ

সকল প্রশংসা

(All) the praises and thanks


لِلَّهِ

জন্যে আল্লাহরই

(be) to Allah


ٱلَّذِى

যিনি

the One Who


خَلَقَ

সৃষ্টি করেছেন

created


ٱلسَّمَٰوَٰتِ

আকাশসমূহ

the heavens


وَٱلْأَرْضَ

ও পৃথিবী

and the earth


وَجَعَلَ

ও বানিয়েছেন

and made


ٱلظُّلُمَٰتِ

অন্ধকারসমূহ

the darkness[es]


وَٱلنُّورَ

ও আলো

and the light


ثُمَّ

এরপরও

Then


ٱلَّذِينَ

যারা

those who


كَفَرُوا۟

অবিশ্বাস করেছে

disbelieved


بِرَبِّهِمْ

প্রতি রবের তাদের

in their Lord


يَعْدِلُونَ

তাঁর সমকক্ষ দাঁড় করায় (অন্যান্যদেরকে)

equate others with Him


(2)

هُوَ

তিনিই (আল্লাহ)

He


ٱلَّذِى

যিনি

(is) the One Who


خَلَقَكُم

সৃষ্টি করেছেন তোমাদের

created you


مِّن

হতে

from


طِينٍ

মাটি

clay


ثُمَّ

এরপর

then


قَضَىٰٓ

নির্দিষ্ট করেছেন

He decreed


أَجَلًا

একটি মেয়াদ (জীবনকাল)

a term -


وَأَجَلٌ

এবং (এছাড়াও) একটি মেয়াদ (অর্থাৎ ক্বিয়ামাত)

and a term


مُّسَمًّى

নির্ধারিত (আছে)

specified


عِندَهُۥ

কাছে তাঁর

with Him


ثُمَّ

এরপরও

yet


أَنتُمْ

তোমরা

you


تَمْتَرُونَ

সন্দেহ করছো

doubt


(3)

وَهُوَ

এবং তিনিই

And He


ٱللَّهُ

আল্লাহ (যিনি)

(is) Allah


فِى

আছেন

in


ٱلسَّمَٰوَٰتِ

আকাশসমূহে

the heavens


وَفِى

এবং আছেন

and in


ٱلْأَرْضِ

পৃথিবীতে

the earth


يَعْلَمُ

তিনি জানেন

He knows


سِرَّكُمْ

গোপন বিষয় তোমাদের

your secret


وَجَهْرَكُمْ

ও প্রকাশ্য বিষয় তোমাদের

and what you make public


وَيَعْلَمُ

এবং তিনি জানেন

and He knows


مَا

যা

what


تَكْسِبُونَ

তোমরা অর্জন করো

you earn


(4)

وَمَا

এবং না

And not


تَأْتِيهِم

কাছে এসেছে তাদের

comes to them


مِّنْ

কোনো

[of]


ءَايَةٍ

(এমন) নিদর্শন

any sign


مِّنْ

মধ্য হতে

from


ءَايَٰتِ

নিদর্শনগুলোর

(the) Signs


رَبِّهِمْ

রবের তাদের

(of) their Lord


إِلَّا

এ ছাড়া যে

but


كَانُوا۟

তারা হয়েছিলো

they are


عَنْهَا

হতে তা

from it


مُعْرِضِينَ

বিমুখ

turning away


(5)

فَقَدْ

সুতরাং নিশ্চয়ই

Then indeed


كَذَّبُوا۟

তারা মিথ্যা প্রতিপন্ন করেছে

they denied


بِٱلْحَقِّ

প্রতি সত্যের

the truth


لَمَّا

যখনই

when


جَآءَهُمْ

কাছে তা এসেছে তাদের

it came to them


فَسَوْفَ

সুতরাং শীঘ্রই

but soon


يَأْتِيهِمْ

কাছে আসবে তাদের

will come to them


أَنۢبَٰٓؤُا۟

সংবাদ

news


مَا

ঐ বিষয়ের

(of) what


كَانُوا۟

তারা ছিলো

they used to


بِهِۦ

নিয়ে যা

[at it]


يَسْتَهْزِءُونَ

ঠাট্টা বিদ্রুপ করতো

mock


(6)

أَلَمْ

কি নি

Did not


يَرَوْا۟

তারা দেখে

they see


كَمْ

কত (জাতিকে)

how many


أَهْلَكْنَا

ধ্বংস করেছি আমরা

We destroyed


مِن

থেকে

from


قَبْلِهِم

পূর্ব তাদের

before them


مِّن

হতে

of


قَرْنٍ

মানবগোষ্ঠী

generations


مَّكَّنَّٰهُمْ

আমরা প্রতিষ্ঠিত করেছিলাম তাদের

We had established them


فِى

মধ্যে

in


ٱلْأَرْضِ

পৃথিবীর (এমনভাবে)

the earth


مَا

যেমনটি

what


لَمْ

না

not


نُمَكِّن

আমরা প্রতিষ্ঠিত করেছি

We (have) established


لَّكُمْ

তোমাদেরকে

for you?


وَأَرْسَلْنَا

এবং আমরা পাঠিয়েছিলাম

And We sent


ٱلسَّمَآءَ

আকাশ (থেকে)

(rain from) the sky


عَلَيْهِم

উপর তাদের

upon them


مِّدْرَارًا

মুষলধারে বৃষ্টি

showering abundantly


وَجَعَلْنَا

ও করেছিলাম আমরা

and We made


ٱلْأَنْهَٰرَ

নদীসমূহকে

the rivers


تَجْرِى

প্রবাহিত

flow


مِن

থেকে

from


تَحْتِهِمْ

নিচ তাদের(ভূমি)

underneath them


فَأَهْلَكْنَٰهُم

অতঃপর আমরা ধ্বংস করেছি তাদের

Then We destroyed them


بِذُنُوبِهِمْ

কারণে পাপের তাদের

for their sins


وَأَنشَأْنَا

ও সৃষ্টি করেছি আমরা

and We raised


مِنۢ

থেকে

from


بَعْدِهِمْ

পর তাদের

after them


قَرْنًا

জাতিকে

generations


ءَاخَرِينَ

অন্যান্য

other


(7)

وَلَوْ

এবং যদি

And (even) if


نَزَّلْنَا

অবতীর্ণ করতাম আমরা

We (had) sent down


عَلَيْكَ

উপর তোমার

to you


كِتَٰبًا

(লিখিত) কিতাব

a written Scripture


فِى

মধ্যে

in


قِرْطَاسٍ

কাগজের

a parchment


فَلَمَسُوهُ

অতঃপর তারা স্পর্শ করতো তা

and they touched it


بِأَيْدِيهِمْ

দিয়ে হাত তাদের

with their hands


لَقَالَ

(তবুও) অবশ্যই বলতো

surely (would) have said


ٱلَّذِينَ

যারা

those who


كَفَرُوٓا۟

অবিশ্বাস করেছে

disbelieved


إِنْ

"নয়

"Not


هَٰذَآ

"এটা

"(is) this


إِلَّا

এ ছাড়া যে

but


سِحْرٌ

জাদু"

magic"


مُّبِينٌ

সুস্পষ্ট"

clear"


(8)

وَقَالُوا۟

এবং তারা বলে

And they said


لَوْلَآ

"কেন না

"Why has not been


أُنزِلَ

অবতীর্ণ করা হলো

sent down


عَلَيْهِ

কাছে তার

to him


مَلَكٌ

ফেরেশতা (সাক্ষী রূপে)"

an Angel?"


وَلَوْ

এবং যদি

And if


أَنزَلْنَا

অবতীর্ণ করতাম আমরা

We (had) sent down


مَلَكًا

ফেরেশতা (সাক্ষীরূপে)

an Angel


لَّقُضِىَ

অবশ্যই মীমাংসা হয়ে যেতো

surely (would) have been decided


ٱلْأَمْرُ

(সব) বিষয়ের

the matter


ثُمَّ

এরপর

then


لَا

না

no


يُنظَرُونَ

তাদের অবকাশ দেয়া হতো

respite would have been granted to them


(9)

وَلَوْ

এবং যদি

And if


جَعَلْنَٰهُ

আমরা করতাম তাকে

We had made him


مَلَكًا

ফেরেশতা

an Angel


لَّجَعَلْنَٰهُ

অবশ্যই আমরা বানাতাম তাকে

certainly We (would) have made him


رَجُلًا

মানুষরূপে

a man


وَلَلَبَسْنَا

এবং অবশ্যই বিভ্রমে ফেলতাম আমরা

and certainly We (would) have obscured


عَلَيْهِم

উপর তাদের

to them


مَّا

যেমন

what


يَلْبِسُونَ

তারা বিভ্রমে পড়েছে (এমন)

they are obscuring


(10)

وَلَقَدِ

এবং নিশ্চয়ই

And indeed


ٱسْتُهْزِئَ

বিদ্রুপ করা হয়েছে

were mocked


بِرُسُلٍ

সাথে রাসূলদের

Messengers


مِّن

থেকে

from


قَبْلِكَ

পূর্ব তোমার

before you


فَحَاقَ

তখন ঘিরে ফেলেছে

but surrounded


بِٱلَّذِينَ

(তাদের) উপর যারা

those who


سَخِرُوا۟

ঠাট্টা করেছিলো

scoffed


مِنْهُم

মধ্যে হতে তাদের

of them


مَّا

ঐ বিষয়

what


كَانُوا۟

তারা ছিলো

they used to


بِهِۦ

নিয়ে যা

[at it]


يَسْتَهْزِءُونَ

ঠাট্টা বিদ্রুপ করতো

mock


(11)

قُلْ

বলো

Say


سِيرُوا۟

"তোমরা ভ্রমণ করো

"Travel


فِى

মধ্যে

in


ٱلْأَرْضِ

পৃথিবীর

the earth


ثُمَّ

এরপর

and


ٱنظُرُوا۟

তোমরা দেখো

see


كَيْفَ

কেমন

how


كَانَ

ছিলো

was


عَٰقِبَةُ

পরিণাম

(the) end


ٱلْمُكَذِّبِينَ

সত্য অমান্যকারীদের"

(of) the rejecters"


(12)

قُل

বলো

Say


لِّمَن

"কার (মালিকানায়)

"To whom (belongs)


مَّا

যা কিছু

what


فِى

মধ্যে (আছে)

(is) in


ٱلسَّمَٰوَٰتِ

আকাশসমূহের

the heavens


وَٱلْأَرْضِ

ও পৃথিবীর"

and the earth?"


قُل

বলো

Say


لِّلَّهِ

"জন্যে আল্লাহরই (মালিকানায়)"

"To Allah"


كَتَبَ

তিনি নির্ধারিত করে দিয়েছেন

He has decreed


عَلَىٰ

উপর

upon


نَفْسِهِ

নিজের তাঁর

Himself


ٱلرَّحْمَةَ

দয়া করা

the Mercy


لَيَجْمَعَنَّكُمْ

নিশ্চয়ই একত্র করবেন তোমাদের

Surely He will assemble you


إِلَىٰ

দিকে

on


يَوْمِ

দিনে

(the) Day


ٱلْقِيَٰمَةِ

ক্বিয়ামাতের

(of) the Resurrection


لَا

নেই

(there is) no


رَيْبَ

সন্দেহ

doubt


فِيهِ

মধ্যে তার (বিন্দুমাত্র)

about it


ٱلَّذِينَ

যারা

Those who


خَسِرُوٓا۟

ক্ষতিগ্রস্ত করেছে

have lost


أَنفُسَهُمْ

নিজেদেরকে তাদের

themselves


فَهُمْ

অতঃপর তারা

then they


لَا

না

(do) not


يُؤْمِنُونَ

ঈমান আনবে

believe


(13)

وَلَهُۥ

এবং জন্যে তাঁরই

And for Him


مَا

যা কিছু

(is) whatever


سَكَنَ

স্থিতি লাভ করে

dwells


فِى

মধ্যে

in


ٱلَّيْلِ

রাতের

the night


وَٱلنَّهَارِ

ও দিনের

and the day


وَهُوَ

এবং তিনিই

and He


ٱلسَّمِيعُ

সবকিছু শুনেন

(is) All-Hearing


ٱلْعَلِيمُ

সবকিছু জানেন

All-Knowing


(14)

قُلْ

বলো

Say


أَغَيْرَ

"কি ছাড়া

"Is it other than


ٱللَّهِ

আল্লাহ্‌

Allah


أَتَّخِذُ

গ্রহণ করবো আমি

I (should) take


وَلِيًّا

অভিভাবক (অন্য)

(as) a protector


فَاطِرِ

(অথচ আল্লাহ) স্রষ্টা

Creator


ٱلسَّمَٰوَٰتِ

আকাশসমূহের

(of) the heavens


وَٱلْأَرْضِ

ও পৃথিবীর

and the earth


وَهُوَ

এবং তিনিই

while (it is) He


يُطْعِمُ

খাওয়ান

Who feeds


وَلَا

কিন্তু না

and not


يُطْعَمُ

খাবার দেয়া হয় তাঁকে"

He is fed?"


قُلْ

বলো

Say


إِنِّىٓ

"নিশ্চয়ই আমি

"Indeed I


أُمِرْتُ

আমাকে আদেশ দেয়া হয়েছে

[I] am commanded


أَنْ

যে

that


أَكُونَ

হই আমি

I be


أَوَّلَ

প্রথম

(the) first


مَنْ

যে

who


أَسْلَمَ

আত্মসমর্পণ করে

submits (to Allah)


وَلَا

এবং না

and not


تَكُونَنَّ

তুমি কিছুতেই হয়ো

be


مِنَ

অন্তর্ভুক্ত

of


ٱلْمُشْرِكِينَ

মুশরিকদের"

the polytheists"


(15)

قُلْ

বলো

Say


إِنِّىٓ

"নিশ্চয়ই আমি

"Indeed, I


أَخَافُ

ভয় করি আমি

[I] fear


إِنْ

যদি

if


عَصَيْتُ

আমি অবাধ্য হই

I disobeyed


رَبِّى

আমার রবের

my Lord


عَذَابَ

শাস্তির

punishment


يَوْمٍ

দিনের"

(of) a Day"


عَظِيمٍ

ভয়াবহ"

Mighty"


(16)

مَّن

যে

Whoever


يُصْرَفْ

রেহাই পেলো

is averted


عَنْهُ

থেকে তা

from it


يَوْمَئِذٍ

সেদিন

that Day


فَقَدْ

তবে নিশ্চয়ই

then surely


رَحِمَهُۥ

তিনি দয়া করলেন তাকে

He had Mercy on him


وَذَٰلِكَ

এবং এটা

And that


ٱلْفَوْزُ

সাফল্য

(is) the success


ٱلْمُبِينُ

সুস্পষ্ট

(the) clear


(17)

وَإِن

এবং যদি

And if


يَمْسَسْكَ

তোমাকে স্পর্শ করেন

touches you


ٱللَّهُ

আল্লাহ

Allah


بِضُرٍّ

দিয়ে অনিষ্ট

with affliction


فَلَا

তবে নেই

then no


كَاشِفَ

কোনো অপসারণকারী

remover


لَهُۥٓ

জন্যে তার

of it


إِلَّا

ছাড়া

except


هُوَ

তিনি

Him


وَإِن

এবং যদি

And if


يَمْسَسْكَ

তোমাকে স্পর্শ করেন

He touches you


بِخَيْرٍ

দিয়ে কল্যাণ

with good


فَهُوَ

তবুও তিনি

then He


عَلَىٰ

উপর

(is) on


كُلِّ

সব

every


شَىْءٍ

কিছুর

thing


قَدِيرٌ

সর্বশক্তিমান

All-Powerful


(18)

وَهُوَ

এবং তিনি

And He


ٱلْقَاهِرُ

পরাক্রমশালী

(is) the Subjugator


فَوْقَ

উপর

over


عِبَادِهِۦ

দাসদের তাঁর

His slaves


وَهُوَ

এবং তিনি

And He


ٱلْحَكِيمُ

প্রজ্ঞাময়

(is) the All-Wise


ٱلْخَبِيرُ

খুবই অবহিত

the All-Aware


(19)

قُلْ

বলো

Say


أَىُّ

"কোনো

"What


شَىْءٍ

জিনিস

thing


أَكْبَرُ

সবচেয়ে বড়

(is) greatest


شَهَٰدَةً

সাক্ষ্য হিসেবে"

(as) a testimony?"


قُلِ

বলো

Say


ٱللَّهُ

"আল্লাহ

"Allah


شَهِيدٌۢ

সাক্ষী

(is) Witness


بَيْنِى

মাঝে আমার

between me


وَبَيْنَكُمْ

ও মাঝে তোমাদের

and between you


وَأُوحِىَ

এবং ওহী করা হয়েছে

and has been revealed


إِلَىَّ

আমার প্রতি

to me


هَٰذَا

এই

this


ٱلْقُرْءَانُ

কুরআন

[the] Quran


لِأُنذِرَكُم

যেন আমি সতর্ক করি তোমাদের

that I may warn you


بِهِۦ

দিয়ে তা

with it


وَمَنۢ

এবং যাকে

and whoever


بَلَغَ

পৌঁছে (তা)

it reaches


أَئِنَّكُمْ

কি নিশ্চয়ই তোমরা

Do you truly


لَتَشْهَدُونَ

অবশ্যই সাক্ষী দিচ্ছো

testify


أَنَّ

যে

that


مَعَ

সাথে

with


ٱللَّهِ

আল্লাহর

Allah


ءَالِهَةً

ইলাহ (আছে)

(there are) gods


أُخْرَىٰ

অন্য কোনো"

other?"


قُل

বলো

Say


لَّآ

"না"

"Not"


أَشْهَدُ

"সাক্ষী দিই আমি"

"(do) I testify"


قُلْ

বলো

Say


إِنَّمَا

"প্রকৃতপক্ষে

"Only


هُوَ

তিনিই

He


إِلَٰهٌ

ইলাহ

(is) God


وَٰحِدٌ

একই

One


وَإِنَّنِى

এবং নিশ্চয়ই আমি

and indeed, I am


بَرِىٓءٌ

দায়িত্বমুক্ত

free


مِّمَّا

(তা) হতে যা

of what


تُشْرِكُونَ

তোমরা শিরক করছো

you associate (with Him)


(20)

ٱلَّذِينَ

যাদেরকে

Those (to) whom


ءَاتَيْنَٰهُمُ

আমরা দিয়েছি তাদের

We have given them


ٱلْكِتَٰبَ

কিতাব

the Book


يَعْرِفُونَهُۥ

তারা চিনে তাকে

they recognize him


كَمَا

যেমন

as


يَعْرِفُونَ

তারা চিনে

they recognize


أَبْنَآءَهُمُ

সন্তানদের তাদের

their sons


ٱلَّذِينَ

যারা

Those who


خَسِرُوٓا۟

ক্ষতিগ্রস্ত করেছে

lost


أَنفُسَهُمْ

নিজেদেরকে তাদের

themselves


فَهُمْ

অতঃপর তারা

then they


لَا

না

(do) not


يُؤْمِنُونَ

বিশ্বাস করবে

believe


দেখানো হচ্ছেঃ থেকে ২০ পর্যন্ত, সর্বমোট ১৬৫ টি রেকর্ডের মধ্য থেকে পাতা নাম্বারঃ 1 2 3 4 5 6 7 8 9 পরের পাতা »