শব্দে শব্দে আল-কুরআন - সূরাঃ আল-কাসাস আয়াত সংখ্যাঃ 88 - মাক্কী

(1)

طسٓمٓ

ত্বা-সীন-মীম

Ta Seem Meem


(2)

تِلْكَ

এই

These


ءَايَٰتُ

আয়াতগুলো

(are the) Verses


ٱلْكِتَٰبِ

কিতাবের

(of) the Book


ٱلْمُبِينِ

(যা) সুস্পষ্ট

the clear


(3)

نَتْلُوا۟

আমরা তিলাওয়াত করছি

We recite


عَلَيْكَ

নিকট তোমার

to you


مِن

কিছু

from


نَّبَإِ

বৃত্তান্ত

(the) news


مُوسَىٰ

মূসার

(of) Musa


وَفِرْعَوْنَ

ও ফিরআউনের

and Firaun


بِٱلْحَقِّ

ভাবে যথাযথ

in truth


لِقَوْمٍ

জন্যে (এমন) সম্প্রদায়ের (যারা)

for a people


يُؤْمِنُونَ

ঈমান আনে

who believe


(4)

إِنَّ

নিশ্চয়ই

Indeed


فِرْعَوْنَ

ফিরআউন

Firaun


عَلَا

উদ্ধৃত হয়েছিলো

exalted himself


فِى

মধ্যে

in


ٱلْأَرْضِ

দেশের (অর্থাৎ মিশরে)

the land


وَجَعَلَ

এবং (বিভক্ত) করেছিলো

and made


أَهْلَهَا

অধিবাসীদেরকে তার

its people


شِيَعًا

(বিভিন্ন) দলে

(into) sects


يَسْتَضْعِفُ

দূর্বল করে রেখে

oppressing


طَآئِفَةً

একটি দলকে

a group


مِّنْهُمْ

মধ্যে হ'তে তাদের

among them


يُذَبِّحُ

সে জবেহ করতো

slaughtering


أَبْنَآءَهُمْ

পুত্রসন্তানদেরকে তাদের

their sons


وَيَسْتَحْىِۦ

ও জীবিত রাখতো

and letting live


نِسَآءَهُمْ

নারীদেরকে তাদের

their women


إِنَّهُۥ

নিশ্চয়ই সে

Indeed he


كَانَ

ছিলো

was


مِنَ

অন্তর্ভুক্ত

of


ٱلْمُفْسِدِينَ

বিপর্যয় সৃষ্টিকারীদের

the corrupters


(5)

وَنُرِيدُ

এবং আমরা চাই

And We wanted


أَن

যে

to


نَّمُنَّ

আমরা অনুগ্রহ করবো

bestow a favor


عَلَى

(তাদের) উপর

upon


ٱلَّذِينَ

যাদেরকে

those who


ٱسْتُضْعِفُوا۟

দূর্বল করে রাখা হয়েছিলো

were oppressed


فِى

মধ্যে

in


ٱلْأَرْضِ

দেশের

the land


وَنَجْعَلَهُمْ

এবং আমরা করবো তাদেরকে

and make them


أَئِمَّةً

নেতা

leaders


وَنَجْعَلَهُمُ

ও আমরা বানাবো তাদেরকে

and make them


ٱلْوَٰرِثِينَ

উত্তরাধিকারী

the inheritors


(6)

وَنُمَكِّنَ

এবং আমরা ক্ষমতাসীন করবো

And [We] establish


لَهُمْ

তাদেরকে

them


فِى

মধ্যে

in


ٱلْأَرْضِ

পৃথিবীর

the land


وَنُرِىَ

এবং আমরা দেখাবো

and show


فِرْعَوْنَ

ফিরআউনকে

Firaun


وَهَٰمَٰنَ

ও হামানকে

and Haman


وَجُنُودَهُمَا

ও উভয়ের সৈন্য বাহিনীকে তাদের

and their hosts


مِنْهُم

হ'তে তাদের (অর্থাৎ বনি ঈসরাঈল)

through them


مَّا

(সেইসব) যা

what


كَانُوا۟

তারা ছিলো

they were


يَحْذَرُونَ

আশংকা করে তারা

fearing


(7)

وَأَوْحَيْنَآ

এবং ইঙ্গিতে বলেছিলাম আমরা

And We inspired


إِلَىٰٓ

প্রতি

[to]


أُمِّ

মায়ের

(the) mother


مُوسَىٰٓ

মূসার

(of) Musa


أَنْ

যে

that


أَرْضِعِيهِ

"দুধপান করাও তাকে

"Suckle him


فَإِذَا

অতঃপর যখন

but when


خِفْتِ

তুমি আশংকা করবে

you fear


عَلَيْهِ

সম্পর্কে তার

for him


فَأَلْقِيهِ

তখন (ফেলে) দাও তাকে

then cast him


فِى

মধ্যে

in(to)


ٱلْيَمِّ

সাগরের

the river


وَلَا

এবং না

and (do) not


تَخَافِى

ভয় করো

fear


وَلَا

আর না

and (do) not


تَحْزَنِىٓ

দুঃশ্চিন্তা করো

grieve


إِنَّا

নিশ্চয়ই আমরা

Indeed We


رَآدُّوهُ

ফিরিয়ে দিবো তাকে

(will) restore him


إِلَيْكِ

কাছে তোমার

to you


وَجَاعِلُوهُ

ও করবো তাকে

and (will) make him


مِنَ

অন্তর্ভুক্ত

of


ٱلْمُرْسَلِينَ

রাসূলদের"

the Messengers"


(8)

فَٱلْتَقَطَهُۥٓ

অতঃপর তুলে নিলো তাকে

Then picked him up


ءَالُ

পরিবার

(the) family


فِرْعَوْنَ

ফিরআউনের

(of) Firaun


لِيَكُونَ

যেন হয় সে

so that he might become


لَهُمْ

জন্যে তাদের

to them


عَدُوًّا

শত্রু

an enemy


وَحَزَنًا

ও দুঃশ্চিন্তার কারণ

and a grief


إِنَّ

নিশ্চয়ই

Indeed


فِرْعَوْنَ

ফিরআউন

Firaun


وَهَٰمَٰنَ

ও হামান

and Haman


وَجُنُودَهُمَا

ও উভয়ের সেনাবাহিনী তাদের

and their hosts


كَانُوا۟

তারা ছিলো

were


خَٰطِـِٔينَ

অপরাধী

sinners


(9)

وَقَالَتِ

এবং বললো

And said


ٱمْرَأَتُ

স্ত্রী

(the) wife


فِرْعَوْنَ

ফিরআউনের

(of) Firaun


قُرَّتُ

"(এই বালক) প্রশান্তি

"A comfort


عَيْنٍ

নয়নের

(of the) eye


لِّى

জন্যে আমার

for me


وَلَكَ

ও জন্যে তোমার

and for you;


لَا

না

(Do) not


تَقْتُلُوهُ

তোমরা হত্যা করো তাকে

kill him;


عَسَىٰٓ

হয়তো

perhaps


أَن

সে

(that)


يَنفَعَنَآ

উপকারে আসবে আমাদের

he may benefit us


أَوْ

অথবা

or


نَتَّخِذَهُۥ

আমরা গ্রহন করবো তাকে

we may take him


وَلَدًا

পুত্রসন্তান হিসেবে"

(as) a son"


وَهُمْ

অথচ তারা

And they


لَا

না

(did) not


يَشْعُرُونَ

টেরও পায় (এর পরিমাণ)

perceive


(10)

وَأَصْبَحَ

এবং হয়ে পড়লো

And became


فُؤَادُ

অন্তর

(the) heart


أُمِّ

মায়ের

(of the) mother


مُوسَىٰ

মূসার

(of) Musa


فَٰرِغًا

বিচলিত

empty


إِن

নিশ্চয়ই

That


كَادَتْ

উপক্রম হয়েছিলো যে

she was near


لَتُبْدِى

অবশ্যই সে প্রকাশ করবে

(to) disclosing


بِهِۦ

সম্পর্কে সে

about him


لَوْلَآ

যদি না

if not


أَن

যে

that


رَّبَطْنَا

দৃঢ় করতাম আমরা

We strengthened


عَلَىٰ

ওপর

[over]


قَلْبِهَا

অন্তরের তার

her heart


لِتَكُونَ

যেন সে হয় (আমাদের প্রতিশ্রুতির প্রতি)

so that she would be


مِنَ

অন্তর্ভুক্ত

of


ٱلْمُؤْمِنِينَ

মু'মিনদের

the believers


(11)

وَقَالَتْ

এবং (তার মা) বললো

And she said


لِأُخْتِهِۦ

উদ্দেশ্যে তার বোনের

to his sister


قُصِّيهِ

"পিছনে পিছনে যাও তার"

"Follow him"


فَبَصُرَتْ

তাই সে দেখে যেতে থাকলো

So she watched


بِهِۦ

প্রতি তার

him


عَن

হ'তে

from


جُنُبٍ

দূর

a distance


وَهُمْ

অথচ তারা

while they


لَا

না

(did) not


يَشْعُرُونَ

টেরও পেলো

perceive


(12)

وَحَرَّمْنَا

এবং হারাম করে দিয়েছিলাম আমরা

And We had forbidden


عَلَيْهِ

উপর তার

for him


ٱلْمَرَاضِعَ

স্তন্যদানকারিনীদেরকে

the wet nurses


مِن

থেকেই

before


قَبْلُ

পূর্ব

before


فَقَالَتْ

অতঃপর বললো (তার বোন)

so she said


هَلْ

"কি

"Shall I


أَدُلُّكُمْ

আমি সন্ধান দেবো তোমাদেরকে

direct you


عَلَىٰٓ

সম্বন্ধে

to


أَهْلِ

বাসিন্দাদের

(the) people


بَيْتٍ

এক ঘরের

(of) a house


يَكْفُلُونَهُۥ

তারা লালন পালন করবে তাকে

who will rear him


لَكُمْ

জন্যে তোমাদের

for you


وَهُمْ

এবং তারা (হবে)

while they


لَهُۥ

জন্যে তার

to him


نَٰصِحُونَ

কল্যাণকামী"

(will be) sincere?"


(13)

فَرَدَدْنَٰهُ

অতঃপর আমরা ফিরিয়ে দিই তাকে

So We restored him


إِلَىٰٓ

নিকট

to


أُمِّهِۦ

মায়ের তার

his mother


كَىْ

যেন

that


تَقَرَّ

জুড়ায়

might be comforted


عَيْنُهَا

চক্ষু তার

her eye


وَلَا

এবং না

and not


تَحْزَنَ

দুশ্চিন্তা করে

she may grieve


وَلِتَعْلَمَ

এবং যেন জানতে পারে

and that she would know


أَنَّ

যে

that


وَعْدَ

প্রতিশ্রুতি

the Promise of Allah


ٱللَّهِ

আল্লাহর

the Promise of Allah


حَقٌّ

সত্য

(is) true


وَلَٰكِنَّ

কিন্তু

But


أَكْثَرَهُمْ

অধিকাংশই তাদের

most of them


لَا

না

(do) not


يَعْلَمُونَ

জানে

know


(14)

وَلَمَّا

এবং যখন

And when


بَلَغَ

সে পৌঁছে

he reached


أَشُدَّهُۥ

পূর্ণ যৌবনে তার

his full strength


وَٱسْتَوَىٰٓ

ও পরিণত বয়স্ক হলো

and became mature


ءَاتَيْنَٰهُ

আমরা দান করলাম তাকে

We bestowed upon him


حُكْمًا

প্রজ্ঞা

wisdom


وَعِلْمًا

ও জ্ঞান

and knowledge


وَكَذَٰلِكَ

এবং এভাবে

And thus


نَجْزِى

আমরা পুরস্কার দিই

We reward


ٱلْمُحْسِنِينَ

সৎকর্মশীলদেরকে

the good-doers


(15)

وَدَخَلَ

এবং সে প্রবেশ করলো

And he entered


ٱلْمَدِينَةَ

শহরে

the city


عَلَىٰ

এমন

at


حِينِ

এক সময়ে (যখন)

a time


غَفْلَةٍ

অসতর্ক (ছিলো)

(of) inattention


مِّنْ

থেকে

of


أَهْلِهَا

অধিবাসীদের তার

its people


فَوَجَدَ

অতঃপর সে পেলো

and found


فِيهَا

মধ্যে তার

therein


رَجُلَيْنِ

দু'ব্যক্তিকে

two men


يَقْتَتِلَانِ

তারা দু'জনে মারামারি করছে

fighting each other


هَٰذَا

এই (এক ব্যক্তি)

this


مِن

অন্তর্ভুক্ত

of


شِيعَتِهِۦ

দলের তার

his party


وَهَٰذَا

এবং এই (অন্য ব্যক্তি)

and this


مِنْ

অন্তর্ভুক্ত

of


عَدُوِّهِۦ

শত্রু তার (দলের)

his enemy


فَٱسْتَغَٰثَهُ

অতঃপর সাহায্য চাইলো (নিকট) তার

And called him for help


ٱلَّذِى

(সে) যে (ছিলো)

the one who


مِن

অন্তর্ভুক্ত

(was) from


شِيعَتِهِۦ

দলের তার

his party


عَلَى

বিরুদ্ধে

against


ٱلَّذِى

(তার) যে ছিলো

the one who


مِنْ

অন্তর্ভুক্ত

(was) from


عَدُوِّهِۦ

শত্রুর তার

his enemy


فَوَكَزَهُۥ

তখন ঘুষি মারলো তাকে

so Musa struck him with his fist


مُوسَىٰ

মূসা

so Musa struck him with his fist


فَقَضَىٰ

অতঃপর শেষ করলেন

and killed him


عَلَيْهِ

ব্যাপার তার (অর্থাৎ সে মারা গেলো)

and killed him


قَالَ

(সাথে সাথেই) সে বললো

He said


هَٰذَا

"এটা

"This (is)


مِنْ

অন্তর্ভুক্ত

of


عَمَلِ

কাজের

(the) deed


ٱلشَّيْطَٰنِ

শয়তানের

(of) Shaitaan


إِنَّهُۥ

নিশ্চয়ই সে

Indeed, he


عَدُوٌّ

শ্ত্রু

(is) an enemy


مُّضِلٌّ

বিভ্রান্তকারী

one who misleads


مُّبِينٌ

সুস্পষ্ট"

clearly"


(16)

قَالَ

সে বললো

He said


رَبِّ

"হে আমার রব

"My Lord!


إِنِّى

নিশ্চয়ই আমি

Indeed I


ظَلَمْتُ

অন্যায় করেছি

[I] have wronged


نَفْسِى

আমার নিজের (উপর)

my soul


فَٱغْفِرْ

অতএব ক্ষমা করো

so forgive


لِى

আমাকে"

[for] me"


فَغَفَرَ

অতঃপর ক্ষমা করলেন তিনি

Then He forgave


لَهُۥٓ

তাকে

[for] him


إِنَّهُۥ

নিশ্চয়ই তিনি

Indeed He


هُوَ

তিনিই

He (is)


ٱلْغَفُورُ

ক্ষমাশীল

the Oft-Forgiving


ٱلرَّحِيمُ

পরম দয়ালু

the Most Merciful


(17)

قَالَ

সে বললো

He said


رَبِّ

"হে আমার রব

"My Lord!


بِمَآ

শপথ ঐ বিষয়ের যা

Because


أَنْعَمْتَ

তুমি অনুগ্রহ করেছো

You have favored


عَلَىَّ

উপর আমার

[on] me


فَلَنْ

অতঃপর কখনও না

so not


أَكُونَ

হবো আমি

I will be


ظَهِيرًا

সাহায্যকারী

a supporter


لِّلْمُجْرِمِينَ

জন্যে অপরাধীদের"

(of) the criminals"


(18)

فَأَصْبَحَ

অতঃপর সকালে উঠলো

In the morning he was


فِى

মধ্যে

in


ٱلْمَدِينَةِ

শহরের

the city


خَآئِفًا

ভীতসন্ত্রস্ত অবস্থায়

fearful


يَتَرَقَّبُ

সতর্ক হয়ে

(and) was vigilant


فَإِذَا

অতঃপর তখন (দেখলো)

when behold!


ٱلَّذِى

যে

The one who


ٱسْتَنصَرَهُۥ

তার (কাছে) সাহায্য চেয়েছিলো

sought his help


بِٱلْأَمْسِ

গতকাল

the previous day


يَسْتَصْرِخُهُۥ

(আজও) তাকে চিৎকার করে ডাকছে

cried out to him for help


قَالَ

বললো

Said


لَهُۥ

উদ্দেশ্যে তার

to him


مُوسَىٰٓ

মূসা

Musa


إِنَّكَ

"নিশ্চয়ই তুমি

"Indeed you


لَغَوِىٌّ

অবশ্যই বিভ্রান্ত

(are) surely a deviator


مُّبِينٌ

সুস্পষ্ট"

clear"


(19)

فَلَمَّآ

অতঃপর যখন

Then when


أَنْ

যে

[that]


أَرَادَ

সে ইচ্ছে করলো

he wanted


أَن

যে

to


يَبْطِشَ

সে ধরবে

strike


بِٱلَّذِى

তাকে

the one who


هُوَ

যে (ছিলো)

[he] (was)


عَدُوٌّ

শত্রু

an enemy


لَّهُمَا

জন্যে তাদের উভয়ের

to both of them


قَالَ

(ইসরাঈলী) বললো

he said


يَٰمُوسَىٰٓ

"হে মূসা

"O Musa!


أَتُرِيدُ

কি ততুমি চাচ্ছো

Do you intend


أَن

যে

to


تَقْتُلَنِى

তুমি হত্যা করবে আমাকে

kill me


كَمَا

যেমন

as


قَتَلْتَ

হত্যা করেছো তুমি

you killed


نَفْسًۢا

এক ব্যক্তিকে

a person


بِٱلْأَمْسِ

গতকাল

yesterday?


إِن

না

Not


تُرِيدُ

তুমি চাচ্ছো

you want


إِلَّآ

এ ছাড়া

but


أَن

যে

that


تَكُونَ

তুমি হবে

you become


جَبَّارًا

স্বেচ্ছাচারী

a tyrant


فِى

মধ্যে

in


ٱلْأَرْضِ

এদেশের

the earth


وَمَا

আর না

and not


تُرِيدُ

তুমি চাও

you want


أَن

যে

that


تَكُونَ

তুমি হবে

you be


مِنَ

অন্তর্ভুক্ত

of


ٱلْمُصْلِحِينَ

সংশোধনকারীদের"

the reformers"


(20)

وَجَآءَ

এবং (এরপর) আসলো

And came


رَجُلٌ

এক ব্যক্তি

a man


مِّنْ

হ'তে

from


أَقْصَا

দূর প্রান্ত

(the) farthest end


ٱلْمَدِينَةِ

শহরের

(of) the city


يَسْعَىٰ

দৌঁড়িয়ে

running


قَالَ

সে বললো

He said


يَٰمُوسَىٰٓ

"হে মূসা

"O Musa!


إِنَّ

নিশ্চয়ই

Indeed


ٱلْمَلَأَ

সভাষদবর্গ

the chiefs


يَأْتَمِرُونَ

পরামর্শ করেছে

are taking counsel


بِكَ

নিয়ে তোমার

about you


لِيَقْتُلُوكَ

যাতে তারা তোমাকে হত্যা করে

to kill you


فَٱخْرُجْ

সুতরাং বের হয়ে যাও

so leave;


إِنِّى

নিশ্চয়ই আমি

indeed I am


لَكَ

ব্যাপারে তোমার

to you


مِنَ

অন্তর্ভুক্ত

of


ٱلنَّٰصِحِينَ

মঙ্গলকামীদের"

the sincere advisors"


দেখানো হচ্ছেঃ থেকে ২০ পর্যন্ত, সর্বমোট ৮৮ টি রেকর্ডের মধ্য থেকে পাতা নাম্বারঃ 1 2 3 4 5 পরের পাতা »