শব্দে শব্দে আল-কুরআন - সূরাঃ মারইয়াম আয়াত সংখ্যাঃ 98 - মাক্কী

(1)

كٓهيعٓصٓ

কাফ-হা-ইয়া-'আইন-স-দ

Kaaf Ha Ya Ain Sad


(2)

ذِكْرُ

উল্লেখ (করা হচ্ছে)

(A) mention


رَحْمَتِ

অনুগ্রহের

(of the) Mercy


رَبِّكَ

তোমার রবের

(of) your Lord


عَبْدَهُۥ

তাঁর দাস

(to) His servant


زَكَرِيَّآ

যাকারিয়্যার (প্রতি)

Zakariya


(3)

إِذْ

যখন

When


نَادَىٰ

সে ডেকেছিলো

he called


رَبَّهُۥ

তাঁর রবকে

(to) his Lord


نِدَآءً

ডাক

a call -


خَفِيًّا

নিভৃতে

secret


(4)

قَالَ

সে বলেছিলো

He said


رَبِّ

"হে আমার রব

"My Lord!


إِنِّى

আমি নিশ্চয়ই (এ অবস্থায় যে)

Indeed, [I]


وَهَنَ

নরম হয়েছে

(have) weakened


ٱلْعَظْمُ

হাড় (মজ্জা)

my bones


مِنِّى

আমার হ'তে

my bones


وَٱشْتَعَلَ

এবং উজ্জ্বল (শুভ্র হয়েছে)

and flared


ٱلرَّأْسُ

মাথা (চুল)

(my) head


شَيْبًا

বার্ধক্যের (চিহ্নে)

(with) white


وَلَمْ

এবং নি

and not


أَكُنۢ

আমি হই

I have been


بِدُعَآئِكَ

কারণে তোমাকে ডাকার

in (my) supplication (to) You


رَبِّ

হে আমার রব

my Lord


شَقِيًّا

ব্যর্থকাম

unblessed


(5)

وَإِنِّى

এবং আমি নিশ্চয়ই

And indeed, I


خِفْتُ

ভয় করছি

[I] fear


ٱلْمَوَٰلِىَ

আমার স্বগোত্রদের

the successors


مِن

থেকে

after me


وَرَآءِى

আমার পর

after me


وَكَانَتِ

এবং হয়েছে

and is


ٱمْرَأَتِى

আমার স্ত্রী

my wife


عَاقِرًا

বন্ধ্যা

barren


فَهَبْ

তবুও দান করো

So give


لِى

আমাকে

[to] me


مِن

থেকে

from


لَّدُنكَ

তোমার নিকট

Yourself


وَلِيًّا

এক উত্তরাধিকারী

an heir


(6)

يَرِثُنِى

আমার উত্তরাধিকারী হবে সে

Who will inherit me


وَيَرِثُ

ও উত্তরাধিকারী হবে

and inherit


مِنْ

ব্যাপারে

from


ءَالِ

বংশের

(the) family


يَعْقُوبَ

ইয়াকুবের

(of) Yaqub


وَٱجْعَلْهُ

এবং তাকে করো

And make him


رَبِّ

হে আমার রব

my Lord


رَضِيًّا

সন্তোষজনক"

pleasing"


(7)

يَٰزَكَرِيَّآ

"(বলা হলো) হে যাকারিয়্যা

"O Zakariya!


إِنَّا

নিশ্চয়ই আমরা

Indeed, We


نُبَشِّرُكَ

তোমাকে সুসংবাদ দিচ্ছি

[We] give you glad tidings


بِغُلَٰمٍ

সম্পর্কে এক পুত্রের

of a boy


ٱسْمُهُۥ

তার নাম (হবে)

his name


يَحْيَىٰ

ইয়াহইয়া

(will be) Yahya


لَمْ

নি

not


نَجْعَل

আমরা করি

We (have) assigned


لَّهُۥ

তার জন্য

[for] it


مِن

থেকে

before


قَبْلُ

ইতিপূর্বে (অন্য কাউকে)

before


سَمِيًّا

(সম) নামকরণ"

(this) name"


(8)

قَالَ

সে বললো

He said


رَبِّ

"হে আমার রব

"My Lord!


أَنَّىٰ

কেমন করে

How


يَكُونُ

হবে

can


لِى

আমার

I have


غُلَٰمٌ

পুত্র

a boy


وَكَانَتِ

যখন হলো

while is


ٱمْرَأَتِى

আমার স্ত্রী

my wife


عَاقِرًا

বন্ধ্যা

barren


وَقَدْ

এবং নিশ্চয়ই

and indeed


بَلَغْتُ

আমি উপনীত হয়েছি

I have reached


مِنَ

কারণে

of


ٱلْكِبَرِ

বার্ধক্যের

the old age


عِتِيًّا

(চরম) শেষসীমায়"

extreme?"


(9)

قَالَ

তিনি বললেন

He said


كَذَٰلِكَ

"এরূপই (হবে)

"Thus


قَالَ

বললেন

said


رَبُّكَ

তোমার রব

your Lord


هُوَ

তা

It


عَلَىَّ

আমার উপর

(is) easy for Me


هَيِّنٌ

সহজসাধ্য

(is) easy for Me


وَقَدْ

এবং নিশ্চয়ই

and certainly


خَلَقْتُكَ

তোমাকে আমি সৃষ্টি করেছি

I (have) created you


مِن

থেকে

before


قَبْلُ

ইতিপূর্বে

before


وَلَمْ

যখন না

while not


تَكُ

তুমি ছিলে

you were


شَيْـًٔا

(কোন) কিছুই

anything.'


(10)

قَالَ

সে বললো

He said


رَبِّ

"হে আমার রব

"My Lord!


ٱجْعَل

দাও

Make


لِّىٓ

আমাকে

for me


ءَايَةً

একটা নিদর্শন"

a sign"


قَالَ

তিনি বললেন

He said


ءَايَتُكَ

"তোমার নিদর্শন

"Your sign


أَلَّا

(এই) যে না

(is) that not


تُكَلِّمَ

কথা বলতে পারবে

you will speak


ٱلنَّاسَ

মানুষের (সাথে)

(to) the people


ثَلَٰثَ

তিন

(for) three


لَيَالٍ

রাত

nights


سَوِيًّا

(ক্রমাগত) সুস্থ অবস্থায়"

sound"


(11)

فَخَرَجَ

অতঃপর সে বের হলো

Then he came out


عَلَىٰ

নিকট

to


قَوْمِهِۦ

তার (জাতির) লোকদের

his people


مِنَ

থেকে

from


ٱلْمِحْرَابِ

মেহরাব

the prayer chamber


فَأَوْحَىٰٓ

সে অতঃপর ইঙ্গিত করলো

and he signaled


إِلَيْهِمْ

তাদের দিকে

to them


أَن

যে

to


سَبِّحُوا۟

তোমরা পবিত্রতা ঘোষণা করো

glorify (Allah)


بُكْرَةً

সকালে

(in) the morning


وَعَشِيًّا

ও সন্ধ্যায়

and (in) the evening


(12)

يَٰيَحْيَىٰ

"(বড় হ'লে তাকে বলা হলো) হে ইয়াহইয়া

"O Yahya!


خُذِ

গ্রহণ করো

Hold


ٱلْكِتَٰبَ

কিতাবকে

the Scripture


بِقُوَّةٍ

সহ দৃঢ়তা"

with strength"


وَءَاتَيْنَٰهُ

এবং তাকে আমরা দিয়েছিলাম

And We gave him


ٱلْحُكْمَ

প্রজ্ঞা

[the] wisdom


صَبِيًّا

বাল্য অবস্থায়

(when he was) a child


(13)

وَحَنَانًا

এবং হৃদয়ের কোমলতা

And affection


مِّن

থেকে

from


لَّدُنَّا

আমাদের নিকট

Us


وَزَكَوٰةً

এবং পবিত্রতা

and purity


وَكَانَ

এবং সে ছিলো

and he was


تَقِيًّا

মুত্তাকী

righteous


(14)

وَبَرًّۢا

এবং অনুগত

And dutiful


بِوَٰلِدَيْهِ

কাছে তার মা বাপের

to his parents


وَلَمْ

এবং না

and not


يَكُن

ছিলো

he was


جَبَّارًا

উদ্ধত

a tyrant


عَصِيًّا

অবাধ্য

disobedient


(15)

وَسَلَٰمٌ

এবং সালাম

And peace be


عَلَيْهِ

তার উপর

upon him


يَوْمَ

যেদিন

(the) day


وُلِدَ

জন্মলাভ করে সে

he was born


وَيَوْمَ

ও যেদিন

and (the) day


يَمُوتُ

সে মরবে

he dies


وَيَوْمَ

এবং যেদিন

and (the) day


يُبْعَثُ

তাকে উঠানো হবে

he will be raised


حَيًّا

জীবিত অবস্থায়

alive


(16)

وَٱذْكُرْ

এবং বর্ণনা করো (যা)

And mention


فِى

(বলা হয়েছে) মধ্যে

in


ٱلْكِتَٰبِ

(এই) কিতাবের

the Book


مَرْيَمَ

মারইয়াম (সম্পর্কে)

Maryam


إِذِ

যখন

when


ٱنتَبَذَتْ

সে পৃথক হয়ে গেলো

she withdrew


مِنْ

থেকে

from


أَهْلِهَا

তার পরিবার

her family


مَكَانًا

স্থানে

(to) a place


شَرْقِيًّا

(বায়তুল মুকাদ্দাসের) পূর্বদিকের

eastern


(17)

فَٱتَّخَذَتْ

সে অতঃপর গ্রহণ করেছিলো (স্থান)

Then she took


مِن

মধ্য হতে

from them


دُونِهِمْ

তাদের ছাড়া

from them


حِجَابًا

আড়ালে (অর্থাৎ ইতিকাফে বসলো)

a screen


فَأَرْسَلْنَآ

আমরা অতঃপর প্রেরণ করলাম

Then We sent


إِلَيْهَا

তার প্রতি

to her


رُوحَنَا

আমাদের রূহ (অর্থাৎ ফেরেশতাকে)

Our Spirit


فَتَمَثَّلَ

অতঃপর সে আকৃতি ধারণ করলো

then he assumed for her the likeness


لَهَا

তার কাছে

then he assumed for her the likeness


بَشَرًا

একজন মানুষের বেশে

(of) a man


سَوِيًّا

পূর্নাঙ্গ

well-proportioned


(18)

قَالَتْ

(মারইয়াম) বললো

She said


إِنِّىٓ

"আমি নিশ্চয়ই

"Indeed I


أَعُوذُ

আশ্রয় চাই

[I] seek refuge


بِٱلرَّحْمَٰنِ

কাছে দয়াময়ের

with the Most Gracious


مِنكَ

তোমার থেকে

from you


إِن

যদি

if


كُنتَ

তুমি হও

you are


تَقِيًّا

মুত্তাকী"

God fearing"


(19)

قَالَ

সে বললো

He said


إِنَّمَآ

"প্রকৃতপক্ষে

"Only


أَنَا۠

আমি

I am


رَسُولُ

(প্রেরিত) দূত

a Messenger


رَبِّكِ

তোমার রবের

(from) your Lord


لِأَهَبَ

দান করি যেন

that I (may) bestow


لَكِ

তোমাকে

on you


غُلَٰمًا

এক পুত্র

a son


زَكِيًّا

পবিত্র"

pure"


(20)

قَالَتْ

সে বললো

She said


أَنَّىٰ

"কেমন করে

"How


يَكُونُ

হবে

can be


لِى

আমার

for me


غُلَٰمٌ

পুত্র

a son


وَلَمْ

যখন নি

when not


يَمْسَسْنِى

আমাকে স্পর্শ করে

has touched me


بَشَرٌ

কোন মানুষ

a man


وَلَمْ

এবং নই

and not


أَكُ

আমি (হই)

I am


بَغِيًّا

ব্যভিচারিণী"

unchaste?"


দেখানো হচ্ছেঃ থেকে ২০ পর্যন্ত, সর্বমোট ৯৮ টি রেকর্ডের মধ্য থেকে পাতা নাম্বারঃ 1 2 3 4 5 পরের পাতা »