শব্দে শব্দে আল-কুরআন - সূরাঃ হূদ আয়াত সংখ্যাঃ 123 - মাক্কী

(1)

الٓر

আলিফ-লাম-রা

Alif Lam Ra


كِتَٰبٌ

(এই) কিতাব

(This is) a Book


أُحْكِمَتْ

সুপ্রতিষ্ঠিত করা হয়েছে

are perfected


ءَايَٰتُهُۥ

তার আয়াতসমূহ

its Verses


ثُمَّ

এরপর

moreover


فُصِّلَتْ

বিশদভাবে বর্ণিত

explained in detail


مِن

থেকে

from (the One Who)


لَّدُنْ

পক্ষ

from (the One Who)


حَكِيمٍ

(এমন সত্ত্বার যিনি) প্রজ্ঞাময়

(is) All-Wise


خَبِيرٍ

সর্বজ্ঞ

All-Aware


(2)

أَلَّا

(হুকুম হলো) না যে

That Not


تَعْبُدُوٓا۟

তোমরা উপাসনা করো

you worship


إِلَّا

ছাড়া

but


ٱللَّهَ

আল্লাহ

Allah


إِنَّنِى

নিশ্চয়ই আমি

Indeed I am


لَكُم

তোমাদের জন্য

to you


مِّنْهُ

তাঁরই পক্ষ হ'তে

from Him


نَذِيرٌ

সতর্ককারী

a warner


وَبَشِيرٌ

ও সুসংবাদ বাহক"

and a bearer of glad tidings"


(3)

وَأَنِ

এবং (এও) যে

And that


ٱسْتَغْفِرُوا۟

"তোমরা ক্ষমা চাও

"Seek forgiveness


رَبَّكُمْ

তোমাদের রবের (কাছে)

(of) your Lord


ثُمَّ

এরপর

and


تُوبُوٓا۟

ফিরে আসো তোমরা

turn in repentance


إِلَيْهِ

তাঁরই দিকে

to Him


يُمَتِّعْكُم

তিনি তোমাদের উপভোগ করতে দিবেন

He will let you


مَّتَٰعًا

জীবন সামগ্রী

enjoy


حَسَنًا

উত্তম

a good


إِلَىٰٓ

পর্যন্ত

for


أَجَلٍ

একটি কাল

a term


مُّسَمًّى

নির্দিষ্ট

appointed


وَيُؤْتِ

ও দিবেন

And give


كُلَّ

প্রত্যেক

(to) every


ذِى

যোগ্য (ব্যক্তিকে)

owner


فَضْلٍ

অনুগ্রহ পাওয়ার

(of) grace


فَضْلَهُۥ

তাঁর অনুগ্রহ

His Grace


وَإِن

কিন্তু যদি

But if


تَوَلَّوْا۟

তোমরা মুখ ফিরিয়ে নাও

you turn away


فَإِنِّىٓ

তবে নিশ্চয়ই আমি

then indeed, I


أَخَافُ

আমি আশঙ্কা করছি

fear


عَلَيْكُمْ

তোমাদের উপর

for you


عَذَابَ

শাস্তির

(the) punishment


يَوْمٍ

দিনের

(of) a Great Day


كَبِيرٍ

মহা

(of) a Great Day


(4)

إِلَى

দিকে

To


ٱللَّهِ

আল্লাহরই

Allah


مَرْجِعُكُمْ

তোমাদের প্রত্যাবর্তন (হবে)

(is) your return


وَهُوَ

এবং তিনি

and He


عَلَىٰ

উপর

(is) on


كُلِّ

সব

every


شَىْءٍ

কিছুরই

thing


قَدِيرٌ

সর্বশক্তিমান"

All-Powerful"


(5)

أَلَآ

জেনে রাখো (লক্ষ্য করো)

No doubt!


إِنَّهُمْ

তারা নিশ্চয়ই

They


يَثْنُونَ

দু-ভাঁজ করে

fold up


صُدُورَهُمْ

তাদের অন্তরগুলোকে

their breasts


لِيَسْتَخْفُوا۟

গোপন রাখার জন্যে (তাদের বিদ্বেষ)

that they may hide


مِنْهُ

তাঁর থেকে

from Him


أَلَا

জেনে রাখো

Surely


حِينَ

যখন

when


يَسْتَغْشُونَ

তারা ঢেকে রাখে (নিজেদেরকে)

they cover (themselves)


ثِيَابَهُمْ

তাদের কাপড় (দিয়ে)

(with) their garments


يَعْلَمُ

(তখনও) তিনি জানেন

He knows


مَا

যা

what


يُسِرُّونَ

তারা গোপন করে

they conceal


وَمَا

আর যা

and what


يُعْلِنُونَ

তারা প্রকাশ করে

they reveal


إِنَّهُۥ

নিশ্চয়ই তিনি

Indeed He


عَلِيمٌۢ

সবিশেষ অবহিত

(is) All-Knower


بِذَاتِ

সম্পর্কে অবস্থা

of what


ٱلصُّدُورِ

অন্তরসমূহের

(is in) the breasts


(6)

وَمَا

এবং নেই

And not


مِن

(এমন) কোন

any


دَآبَّةٍ

বিচরণশীল জীব

moving creature


فِى

মধ্যে

in


ٱلْأَرْضِ

পৃথিবীর

the earth


إِلَّا

এছাড়া

but


عَلَى

উপর

on


ٱللَّهِ

আল্লাহরই

Allah


رِزْقُهَا

তার জীবিকার (দায়িত্ব)

(is) its provision


وَيَعْلَمُ

এবং তিনি জানেন

And He knows


مُسْتَقَرَّهَا

তার স্থায়ী অবস্থান

its dwelling place


وَمُسْتَوْدَعَهَا

ও তার অস্থায়ী অবস্থান

and its place of storage


كُلٌّ

সবই

All


فِى

মধ্যে (আছে)

(is) in


كِتَٰبٍ

এক কিতাবের

a Record


مُّبِينٍ

সুস্পষ্ট (লিখিত)

clear


(7)

وَهُوَ

এবং তিনিই (আল্লাহ)

And He


ٱلَّذِى

যিনি

(is) the One Who


خَلَقَ

সৃষ্টি করেছেন

created


ٱلسَّمَٰوَٰتِ

আকাশ

the heavens


وَٱلْأَرْضَ

ও পৃথিবী

and the earth


فِى

মধ্যে

in


سِتَّةِ

ছয়

six


أَيَّامٍ

দিনে

epochs


وَكَانَ

এবং (এর পূর্বে) ছিলো

and His throne was


عَرْشُهُۥ

তাঁর আরশ

and His throne was


عَلَى

উপর

on


ٱلْمَآءِ

পানির

the water


لِيَبْلُوَكُمْ

যেন তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন

that He might test [you]


أَيُّكُمْ

তোমাদের মধ্যে কে

which of you


أَحْسَنُ

উত্তম

(is) best


عَمَلًا

কাজকর্মে

(in) deed


وَلَئِن

এবং অবশ্যই যদি

But if


قُلْتَ

তুমি বলো

you say


إِنَّكُم

"নিশ্চয়ই তোমরা

"Indeed, you


مَّبْعُوثُونَ

উত্থিত হবে

(will be) resurrected


مِنۢ

থেকে

after


بَعْدِ

পরে

after


ٱلْمَوْتِ

মৃত্যুর"

[the] death"


لَيَقُولَنَّ

অবশ্যই তারা বলবে

surely would say


ٱلَّذِينَ

যারা

those who


كَفَرُوٓا۟

অস্বীকার করেছে

disbelieved


إِنْ

"নয়

"This is not


هَٰذَآ

"এটা

"This is not


إِلَّا

এছাড়া

but


سِحْرٌ

জাদু

a magic


مُّبِينٌ

সুস্পষ্ট"

clear"


(8)

وَلَئِنْ

এবং অবশ্যই যদি

And if


أَخَّرْنَا

আমরা স্হগিত রাখি

We delay


عَنْهُمُ

তাদের থেকে

from them


ٱلْعَذَابَ

শাস্তি

the punishment


إِلَىٰٓ

পর্যন্ত

for


أُمَّةٍ

একটি সময়

a time


مَّعْدُودَةٍ

নির্দিষ্ট

determined


لَّيَقُولُنَّ

(তবে) অবশ্যই তারা বলবে

they will surely say


مَا

"কিসে

"What


يَحْبِسُهُۥٓ

তা আটকে রেখেছে"

detains it?"


أَلَا

সাবধান

No doubt!


يَوْمَ

যেদিন

(On) the Day


يَأْتِيهِمْ

তাদের কাছে আসবে (তা)

it comes to them


لَيْسَ

না

not


مَصْرُوفًا

ফিরানো যায়

(will be) averted


عَنْهُمْ

থেকে তাদের (সেই শাস্তি)

from them


وَحَاقَ

এবং ঘিরে রাখবে

and will surround


بِهِم

তাদেরকে

them


مَّا

যা

what


كَانُوا۟

তারা ছিলো

they used (to)


بِهِۦ

সম্বন্ধে সে

mock at [it]


يَسْتَهْزِءُونَ

ঠাট্টা তামাশা করতো

mock at [it]


(9)

وَلَئِنْ

এবং অবশ্যই যদি

And if


أَذَقْنَا

আমরা আস্বাদন করাই

We give man a taste


ٱلْإِنسَٰنَ

মানুষকে

We give man a taste


مِنَّا

আমাদের পক্ষ থেকে

(of) Mercy from Us


رَحْمَةً

কোন অনুগ্রহ

(of) Mercy from Us


ثُمَّ

এরপর

then


نَزَعْنَٰهَا

তা আমরা ছিনিয়ে নিই

We withdraw it


مِنْهُ

তার থেকে

from him


إِنَّهُۥ

(তবে) সে নিশ্চয়ই

indeed, he


لَيَـُٔوسٌ

অবশ্যই হতাশ হয়

(is) despairing


كَفُورٌ

অকৃতজ্ঞ (হয়)

(and) ungrateful


(10)

وَلَئِنْ

এবং অবশ্যই যদি

But if


أَذَقْنَٰهُ

তাকে আমরা আস্বাদন করাই

We give him a taste


نَعْمَآءَ

অনুগ্রহসমূহ

(of) favor


بَعْدَ

পরে

after


ضَرَّآءَ

দুঃখ-কষ্টের (যা)

hardship


مَسَّتْهُ

তাকে স্পর্শ করেছিলো

(has) touched him


لَيَقُولَنَّ

অবশ্যই তারা বলবেই

surely he will say


ذَهَبَ

"কেটে গেছে

"Have gone


ٱلسَّيِّـَٔاتُ

বিপদ আপদ

the evils


عَنِّىٓ

আমার থেকে

from me


إِنَّهُۥ

নিশ্চয়ই সে

Indeed he


لَفَرِحٌ

অবশ্যই উল্লাসে ফেটে পড়ে

(is) exultant


فَخُورٌ

অহংকারী (হয়ে উঠে)

(and) boastful


(11)

إِلَّا

কিন্তু (ব্যতিক্রম)

Except


ٱلَّذِينَ

(তারা) যারা

those who


صَبَرُوا۟

ধৈর্য ধরেছে

(are) patient


وَعَمِلُوا۟

ও কাজ করেছে

and do


ٱلصَّٰلِحَٰتِ

সৎ

the good deeds


أُو۟لَٰٓئِكَ

ঐসব লোক

those


لَهُم

তাদের জন্যে (রয়েছে)

for them


مَّغْفِرَةٌ

ক্ষমা

(will be) forgiveness


وَأَجْرٌ

ও পুরস্কার

and a reward


كَبِيرٌ

মহা

great


(12)

فَلَعَلَّكَ

তবে যেন তুমি (না)

Then possibly you


تَارِكٌۢ

পরিত্যাগকারী (হয়ো)

(may) give up


بَعْضَ

কিছু অংশ

a part


مَا

(তার) যা

(of) what


يُوحَىٰٓ

ওহী করা হয়েছে

is revealed


إِلَيْكَ

তোমার প্রতি

to you


وَضَآئِقٌۢ

এবং (যেন না) সংকুচিত করো

and straitened


بِهِۦ

সম্পর্কে সে

by it


صَدْرُكَ

তোমার মন

your breast


أَن

(এজন্যে) যে

because


يَقُولُوا۟

তারা বলে

they say


لَوْلَآ

"কেন না

"Why not


أُنزِلَ

অবতীর্ণ করা হলো

is sent down


عَلَيْهِ

তার উপর

for him


كَنزٌ

ধন ভান্ডার

a treasure


أَوْ

অথবা

or


جَآءَ

(কেন না) আসে

has come


مَعَهُۥ

তার সাথে

with him


مَلَكٌ

কোন ফেরেশতা"

an Angel?"


إِنَّمَآ

মূলতঃ

Only


أَنتَ

তুমি

you


نَذِيرٌ

একজন সতর্ককারী (মাত্র)

(are) a warner


وَٱللَّهُ

এবং আল্লাহ

And Allah


عَلَىٰ

উপর

(is) on


كُلِّ

সব

every


شَىْءٍ

কিছুর

thing


وَكِيلٌ

কর্ম বিধায়ক

a Guardian


(13)

أَمْ

অথবা

Or


يَقُولُونَ

তারা বলে

they say


ٱفْتَرَىٰهُ

"তা সে রচনা করেছে"

"He has fabricated it"


قُلْ

বলো

Say


فَأْتُوا۟

"তবে তোমরা আনো

"Then bring


بِعَشْرِ

নিয়ে দশটি

ten


سُوَرٍ

সূরা

Surahs


مِّثْلِهِۦ

তার মতো

like it


مُفْتَرَيَٰتٍ

স্বরচিত

fabricated


وَٱدْعُوا۟

এবং তোমরা ডাকো

and call


مَنِ

যাকে

whoever


ٱسْتَطَعْتُم

তোমরা পারো

you can


مِّن

মধ্য হতে

besides Allah


دُونِ

ছাড়া

besides Allah


ٱللَّهِ

আল্লাহ

besides Allah


إِن

যদি

if


كُنتُمْ

তোমরা হও

you are


صَٰدِقِينَ

সত্যবাদী"

truthful"


(14)

فَإِلَّمْ

অতঃপর যদি না

Then if not


يَسْتَجِيبُوا۟

তারা ডাকে সাড়া দেয়

they respond


لَكُمْ

তোমাদের

to you


فَٱعْلَمُوٓا۟

তবে তোমরা জেনে রাখো

then know


أَنَّمَآ

মূলতঃ

that


أُنزِلَ

অবতীর্ণ করা হয়েছে (এই কিতাব)

it was sent down


بِعِلْمِ

অনুসারে জ্ঞান

with the knowledge of Allah


ٱللَّهِ

আল্লাহর

with the knowledge of Allah


وَأَن

এবং (এও) যে

and that


لَّآ

নেই

(there is) no


إِلَٰهَ

কোন ইলাহ

god


إِلَّا

ছাড়া

except


هُوَ

তিনি

Him


فَهَلْ

তবুও কি (না)

Then, would


أَنتُم

তোমরা

you


مُّسْلِمُونَ

আত্মসমর্পণকারী (অর্থাৎ মুসলিম হবে)

(be) Muslims?


(15)

مَن

যে

Whoever [is]


كَانَ

কেউ

Whoever [is]


يُرِيدُ

কামনা করে

desires


ٱلْحَيَوٰةَ

জীবন

the life


ٱلدُّنْيَا

পার্থিব

(of) the world


وَزِينَتَهَا

ও তার শোভা-সৌন্দর্য

and its adornments


نُوَفِّ

পূর্ণ ফল দিবো আমরা

We will repay in full


إِلَيْهِمْ

তাদেরকে

to them


أَعْمَٰلَهُمْ

তাদের কাজকর্মের

(for) their deeds


فِيهَا

তার মধ্যে (অর্থাৎ পৃথিবীতে)

therein


وَهُمْ

এবং তাদেরকে

and they


فِيهَا

তার মধ্যে

in it


لَا

না

will not be lessened


يُبْخَسُونَ

কম দেয়া হবে

will not be lessened


(16)

أُو۟لَٰٓئِكَ

ঐসব লোক

Those


ٱلَّذِينَ

(তারাই) যারা

(are) the ones who -


لَيْسَ

নেই

(is) not


لَهُمْ

তাদের জন্যে

for them


فِى

মধ্যে

in


ٱلْءَاخِرَةِ

পরকালের

the Hereafter


إِلَّا

এছাড়া

except


ٱلنَّارُ

(জাহান্নামের) আগুন

the Fire


وَحَبِطَ

এবং পন্ড হয়েছে

And (has) gone in vain


مَا

যা

what


صَنَعُوا۟

তারা করেছে

they did


فِيهَا

তার মধ্যে

therein


وَبَٰطِلٌ

ও অর্থহীন গণ্য হয়েছে

and (is) worthless


مَّا

যা

what


كَانُوا۟

তারা ছিলো

they used (to)


يَعْمَلُونَ

কাজকর্ম করে

do


(17)

أَفَمَن

তবে কি যে

Then is he who


كَانَ

হয় (প্রতিষ্ঠিত)

is


عَلَىٰ

উপর

on


بَيِّنَةٍ

সুস্পষ্ট প্রমাণের

a clear proof


مِّن

পক্ষ হ'তে

from


رَّبِّهِۦ

তার রবের

his Lord


وَيَتْلُوهُ

ও তার অনুসরণ করে

and recites it


شَاهِدٌ

এক সাক্ষী (কুরআন)

a witness


مِّنْهُ

তাঁর পক্ষ হ'তে

from Him


وَمِن

এবং পূর্বেও

and before it


قَبْلِهِۦ

তার (এসেছে)

and before it


كِتَٰبُ

কিতাব

(was) a Book


مُوسَىٰٓ

মূসার (সাক্ষী হিসেবে)

(of) Musa


إِمَامًا

যা পথপ্রদর্শক

(as) a guide


وَرَحْمَةً

ও অনুগ্রহস্বরূপ

and (as) mercy?


أُو۟لَٰٓئِكَ

ঐ সব লোক

Those


يُؤْمِنُونَ

ঈমান আনে

believe


بِهِۦ

প্রতি তার

in it


وَمَن

আর যে

But whoever


يَكْفُرْ

অস্বীকার করে

disbelieves


بِهِۦ

তাকে

in it


مِنَ

মধ্যে হ'তে

among


ٱلْأَحْزَابِ

অন্যান্য দলের

the sects


فَٱلنَّارُ

তবে আগুন

then the Fire


مَوْعِدُهُۥ

তার প্রতিশ্রুত স্থান

(will be) his promised (meeting) place


فَلَا

সুতরাং না

So (do) not


تَكُ

তুমি হয়ো

be


فِى

মধ্যে

in


مِرْيَةٍ

সন্দেহের

doubt


مِّنْهُ

তা হ'তে

about it


إِنَّهُ

নিশ্চয়ই তা

Indeed, it


ٱلْحَقُّ

প্রকৃত সত্য

(is) the truth


مِن

পক্ষ হ'তে

from


رَّبِّكَ

তোমার রবের

your Lord


وَلَٰكِنَّ

কিন্তু

but


أَكْثَرَ

অধিকাংশ

most


ٱلنَّاسِ

মানুষ

(of) the people


لَا

না

(do) not


يُؤْمِنُونَ

তারা বিশ্বাস করে

believe


(18)

وَمَنْ

এবং কে

And who


أَظْلَمُ

বড় সীমালঙ্ঘনকারী (হ'তে পারে)

(is) more unjust


مِمَّنِ

তার চেয়ে যে

than (he) who


ٱفْتَرَىٰ

রচনা করে

invents


عَلَى

সম্বন্ধে

against


ٱللَّهِ

আল্লাহর

Allah


كَذِبًا

মিথ্যা

a lie?


أُو۟لَٰٓئِكَ

ঐসব লোককে

Those


يُعْرَضُونَ

উপস্হিত করা হবে

will be presented


عَلَىٰ

কাছে

before


رَبِّهِمْ

তাদের রবের

their Lord


وَيَقُولُ

এবং বলবে

and will say


ٱلْأَشْهَٰدُ

সাক্ষীরা

the witnesses


هَٰٓؤُلَآءِ

"এসব লোকই

"These (are)


ٱلَّذِينَ

(তারা) যারা

those who


كَذَبُوا۟

মিথ্যা বলেছে

lied


عَلَىٰ

বিরুদ্ধে

against


رَبِّهِمْ

তাদের রবের"

their Lord"


أَلَا

সাবধান

No doubt!


لَعْنَةُ

অভিশাপ

(The) curse of Allah


ٱللَّهِ

আল্লাহর

(The) curse of Allah


عَلَى

উপর

(is) on


ٱلظَّٰلِمِينَ

(সেই) সীমালঙ্ঘনকারীদের

the wrongdoers


(19)

ٱلَّذِينَ

যারা

Those who


يَصُدُّونَ

বাধা দেয়

hinder


عَن

থেকে

from


سَبِيلِ

পথ

(the) way


ٱللَّهِ

আল্লাহর

(of) Allah


وَيَبْغُونَهَا

ও তাতে খোঁজ করে

and seek (in) it


عِوَجًا

দোষত্রুটি/বক্রতা

crookedness


وَهُم

এবং তারা

while they


بِٱلْءَاخِرَةِ

প্রতি আখিরাতের

in the Hereafter


هُمْ

তারাই

[they]


كَٰفِرُونَ

অবিশ্বাসী

(are) disbelievers


(20)

أُو۟لَٰٓئِكَ

ঐসব লোক

Those


لَمْ

না

not


يَكُونُوا۟

তারা ছিলো (সক্ষম)

will be


مُعْجِزِينَ

(আল্লাহ-কে) অক্ষমকারী

(able to) escape


فِى

মধ্যে

in


ٱلْأَرْضِ

পৃথিবীর

the earth


وَمَا

এবং না

and not


كَانَ

ছিলো

is


لَهُم

তাদের জন্যে

for them


مِّن

থেকে

besides


دُونِ

ছাড়া

besides


ٱللَّهِ

আল্লাহ

Allah


مِنْ

কোন

any


أَوْلِيَآءَ

অভিভাবক

protectors


يُضَٰعَفُ

দ্বিগুণ করা হবে

And will be doubled


لَهُمُ

তাদের জন্যে

for them


ٱلْعَذَابُ

শাস্তি

the punishment


مَا

না

Not


كَانُوا۟

ছিলো

they were


يَسْتَطِيعُونَ

তারা সক্ষম

able


ٱلسَّمْعَ

শুনতে

(to) hear


وَمَا

এবং না

and not


كَانُوا۟

ছিলো (সক্ষম)

they used (to)


يُبْصِرُونَ

তারা দেখতে

see


দেখানো হচ্ছেঃ থেকে ২০ পর্যন্ত, সর্বমোট ১২৩ টি রেকর্ডের মধ্য থেকে পাতা নাম্বারঃ 1 2 3 4 5 6 7 পরের পাতা »