শব্দে শব্দে আল-কুরআন - সূরাঃ আত-তাকাসুর আয়াত সংখ্যাঃ 8 - মাক্কী

(1)

أَلْهَىٰكُمُ

তোমাদের মোহাচ্ছন্ন করে রেখেছে

Diverts you


ٱلتَّكَاثُرُ

প্রাচুর্যের প্রতিযোগিতা

the competition to increase


(2)

حَتَّىٰ

যতক্ষণ না

Until


زُرْتُمُ

তোমরা উপস্থিত হও

you visit


ٱلْمَقَابِرَ

কবরসমূহে

the graves


(3)

كَلَّا

এটা সঙ্গত নয়

Nay!


سَوْفَ

শীঘ্রই

Soon


تَعْلَمُونَ

তোমরা জানবে

you will know


(4)

ثُمَّ

আবার বলি

Then


كَلَّا

এটা সঙ্গত নয়

nay!


سَوْفَ

শীঘ্রই

Soon


تَعْلَمُونَ

তোমরা জানবে

you will know


(5)

كَلَّا

সাবধান!

Nay!


لَوْ

যদি

If


تَعْلَمُونَ

তোমরা জানতে

you know


عِلْمَ

জ্ঞানে

(with) a knowledge


ٱلْيَقِينِ

নিশ্চিত

(of) certainty


(6)

لَتَرَوُنَّ

অবশ্যই তোমরা দেখবে

Surely you will see


ٱلْجَحِيمَ

দোযখ

the Hellfire


(7)

ثُمَّ

আবার (শুনো)

Then


لَتَرَوُنَّهَا

অবশ্যই তা তোমরা দেখবে

surely you will see it


عَيْنَ

চোখে

(with the) eye


ٱلْيَقِينِ

প্রত্যয়

(of) certainty


(8)

ثُمَّ

পরে

Then


لَتُسْـَٔلُنَّ

অবশ্যই তোমাদের জিজ্ঞেস করা হবেই

surely you will be asked


يَوْمَئِذٍ

সেদিন

that Day


عَنِ

সম্পর্কে

about


ٱلنَّعِيمِ

নিয়ামতসমূহ

the pleasures


দেখানো হচ্ছেঃ থেকে ৮ পর্যন্ত, সর্বমোট ৮ টি রেকর্ডের মধ্য থেকে